CPM: জনপ্রিয়তা বাড়াতে তারকামুখী সিপিএমও! পার্টি কংগ্রেসে থাকছেন....

CPM: এপ্রিলে মাদুরাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেস।

Updated By: Mar 21, 2025, 11:45 PM IST
CPM: জনপ্রিয়তা বাড়াতে তারকামুখী সিপিএমও! পার্টি কংগ্রেসে থাকছেন....

মৌমিতা চক্রবর্তী: সিপিএমের পার্টি কংগ্রেসের এবার দক্ষিণী তারকারা! থাকছে সুপারস্টার বিজয় সেতুপতি পারফরম্যান্স। সঞ্চালনার দায়িত্বে প্রকাশ রাজ।  সূত্রের খবর তেমনই।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

আর বেশি দেরি নেই। ২ থেকে ৬ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে সিপিএমের ২৪ তম পার্টি। কোথায়? দলের নীতি নির্ধারণের সর্বোচ্চ আসরের জন্য ফের দক্ষিণ-মুখী হচ্ছে সিপিএম। এবার মাদুরাই। ২০০৭ সালে দলের পাঁচ পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে কোয়ম্বত্তূর, কোঝিকোঢ়, বিশাখাপত্তনম, হায়দরাবাদ ও কান্নুরে। এই নিয়ে টানা ৬ বার পার্টি কংগ্রেস হতে চলেছে দক্ষিণ ভারতেই।

সারা দেশে সিপিএমের সাংসদ সংখ্যা এখনও ৪। যে চারটি আসনে জিতেছে বামেরা, তারমধ্যে অন্যতম তামিলনাড়ুর মাদুরাই। বস্তুত, ২০১৯ সালে লোকসভা ভোটে এই আসনটি ছিল বামেদের দখলেই। দলীয় সূত্রে খবর, কেরল, বাংলা ও ত্রিপুরার বাইরে তামিলনাড়ুতে  সিপিএমের সাংগঠনিক শক্তি খানিকটা বেড়েছে। সেই শক্তিকে আর মজবুত করতেই পার্টি কংগ্রেসের জন্য মাদুরাইকে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Jadvapur University: 'পুরো গ্রুপ একইসাথে ঘরে ঢোকে...' ফের 'ব়্যাগিং' যাদবপুরে!

আরও পড়ুন:  Abhishek Banerjee: ৭৫ দিনের কর্মসূচি শেষ, অভিষেকের 'সেবাশ্রয়ে' ১২ লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.