অয়ন ঘোষাল: আর বেশি দেরি নেই। বইমেলার জন্য় কলকাতা ও শহরতলীর বিভিন্ন প্রান্তে বিশেষ বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর।  চলতি মাসের ১৮ থেকে ৩১ পর্যন্ত মিলবে পরিষেবা। কখন? বিকেল ৩ টে থেকে রাত্রি ৯ টা পর্যন্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Justice Abhijit Ganguly | Abhishek Banerjee: বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক!


এবছর ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিবার বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ব্যতিক্রম ঘটবে না এবারও। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ব্রিটিশ উপ হাইকমিশনার এলেক্স সিএমজি, ভারতে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর এলিসন ব্যারেট এমবিই এবং সাহিত্যিক বাণী বসু।


এবছর ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিবার বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ব্যতিক্রম ঘটবে না এবারও। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ব্রিটিশ উপ হাইকমিশনার এলেক্স সিএমজি, ভারতে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর এলিসন ব্যারেট এমবিই এবং সাহিত্যিক বাণী বসু।


এদিকে কলকাতা ও শহরতলী থেকে বইমেলায় আসেন বহু মানুষ। একটি সল্টলেক করুণময়ী, আর ময়ূখ ভবন। বইমেলা চলাকালীন এই দুটি জায়গা থেকে শহর ও শহরতলীর বিভিন্ন প্রান্তে রোজ কমপক্ষে ২০০টি করে  বিশেষ বাস চালাবে পরিবহণ দফতর। ক্যাম্প অফিসে থাকবে আধিকারিক ও কর্মীরা। 


প্রধান গন্তব্য়
----
শিয়ালদহ


হাওড়া স্টেশন


পর্ণশ্রী


শকুন্তলা পার্ক


ঠাকুরপুকুর


গড়িয়া


কামালগাজী


টালিগঞ্জ মেট্রো


বারাসাত


বালিহল্ট


বারুইপুর


ব্যারাকপুর


যাদবপুর


সাঁতরাগাছি


 উল্টোডাঙা


রথতলা


বেলগাছিয়া


বারাসাত


ডানকুনি


যাঁরা অ্যাপ ক্য়াবে বইমেলায় আসবেন, তাঁদের জন্য় পিকআপ পয়েন্টেরও ব্যবস্থা থাকবে। কোথায়? ময়ূখ ভবনে উল্টো দিকে,  বিধাননগর সুইমিং পুলের কাছে।


আরও পড়ুন:  Kolkata Murder: তোলা না পেয়ে খাস কলকাতায় ব্যবসায়ীকে পিটিয়ে খুন!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)