BJP: ছাব্বিশে বিধানসভা ভোট পর্যন্ত বঙ্গ বিজেপির শীর্ষ পদে সুকান্তই?

BJP: দিল্লিতে সুকান্ত বাড়িতে বৈঠকে শুভেন্দু। বৈঠক শেষে বললেন, 'জেলা বা রাজ্য সভাপতি নিয়ে কোনও আলোচনা হয়নি'।

Updated By: Mar 17, 2025, 09:26 PM IST
 BJP: ছাব্বিশে বিধানসভা ভোট পর্যন্ত বঙ্গ বিজেপির শীর্ষ পদে সুকান্তই?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ততদিন পর্যন্ত কি রাজ্য় সভাপতি পদে সুকান্ত মজুমদারই? দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠকের পর জল্পনা বাড়ল আরও। কেন? শুভেন্দু অধিকারী বললেন, 'আজ এমনিই ডিনার মিটিং ছিল। ১৩ জন সাংসদ উপস্থিত ছিলেন। জেলা বা রাজ্য সভাপতি নিয়ে কোনও আলোচনা হয়নি'।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ঘটনাটি ঠিক কী?  বাংলায় লোকসভা ভোটে ফল আশানুরূপ হয়নি বিজেপির। সাংসদ সংখ্যা ১৮ থেকে কমে এখন ১২। এমনকী, রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচনে ভরাডুবি গেরুয়াশিবিরের। সামনে এবার ছাব্বিশে বিধানসভা ভোট। শুক্রবার দোলের দিনে বাংলায় বিজেপির ২৫টি সাংগঠনিক জেলার নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে বাংলায় যিনি বিজেপি সভাপতি, সেই সুকান্ত মজুমদার আবার কেন্দ্রের প্রতিমন্ত্রীও। ফলে দলের সাংগঠনিক নিয়মে এবার বিজেপির রাজ্য় সভাপতি পদ ছাড়তে হবে তাঁকে। এই পরিস্থিতিতে আজ, সোমবার সকালেই হঠাত্‍-ই দিল্লি উড়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর সন্ধ্যায় সুকান্তের বাড়িতেই তাঁর সঙ্গে বৈঠকও করেন।

এর আগে, রবিবার কলকাতায় বৈঠকে বসেছিল বিজেপির কোর কমিটি। বৈঠকে ছিলেন  সুনীল বনসল, অমিত মালব্যের মতো দলের কেন্দ্রীয় নেতারা। সেই বৈঠকে পর কিন্তু বর্তমান রাজ্য় সভাপতি সুকান্তই। বলেছিলেন, 'বিজেপিতে নেতার পরিবর্তন হয়। কিন্তু কাজটা একই থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একজন ব্যক্তি সব বদল করতে পারে না। এটা একটা টিম গেম। সেই টিমের ক্যাপ্টেন বদল হয়। কিন্তু গেমটা একই থাকে'।

আরও পড়ুন:  Ranya Rao | BJP MLA vulgar remark: 'শরীরের যেখানে যত ফুটো, সবেতে সোনা গুঁজে...' অভিনেত্রীকে নোংরা আক্রমণ বিজেপি বিধায়কের!

আরও পড়ুন:  Dowry harassments | UP incident : নরক গুলজার! চাই ৫ লাখ টাকা, রাস্তায় ফেলে বউয়ের গয়না ছিনতাই করে তাড়াল শ্বশুর-শাশুড়ি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.