Primary TET: রবিবার প্রাথমিক টেট: রাজ্যজুড়ে নজিরবিহীন নিরাপত্তা, চলবে অতিরিক্ত মেট্রো

রাজ্যে ৫  বছর পর অনুষ্ঠিত হতে চলেছে টেট। পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষের কাছাকাছি।  ডিএলএড-র প্রশ্ন ফাঁসের পর সতর্ক পর্ষদ। 

Updated By: Dec 9, 2022, 09:10 PM IST
Primary TET: রবিবার প্রাথমিক টেট: রাজ্যজুড়ে নজিরবিহীন নিরাপত্তা, চলবে অতিরিক্ত মেট্রো
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ররিবার প্রাথমিকে টেট। ডিএলএড-র প্রশ্ন ফাঁসের পর এবার সতর্ক পর্ষদ। রাজ্যের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। স্রেফ পরীক্ষার্থীরাই নন, পরীক্ষাকেন্দ্রে মোবাইল জমা রাখতে হবে শিক্ষকদেরও। কন্ট্রোলরুম থেকে চলবে নজরদারি। পরীক্ষার দিন চলবে বাড়তি মেট্রো ও ট্রেনও।
 
২০১৭-র পর ২০২২। রাজ্যে ৫ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে টেট। প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় এবার রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী। আবেদনকারীর সংখ্যা ৭ লক্ষের কাছাকাছি। আগেরবারের তুলনায় তিনগুণ!
 
 
সম্প্রতি পরীক্ষার শুরুর আগেই ফাঁস হয়ে গিয়েছিল ডিএলএড-র প্রশ্নপত্র। সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল প্রশ্নপত্রের ফটোকপি! কীভাবে? প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, হাওড়ার কোনও এক ব্যক্তি মোবাইল থেকে ফাঁস হয়ে যায়  ডিএলএড-র দ্বিতীয় বর্ষের এডুকেশন স্টাজিডের প্রশ্ন। এবার কী হবে? টেটে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছেন পর্ষদ।
 
টেটে কড়া নিরাপত্তা
-----------
থানা থেকে প্রশ্নপত্র পাঠানো হবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে
পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা
প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবেন একজন সরকারি আধিকারিক
সেই সরকারি আধিকারিকের কাছে মোবাইল জমা রাখতে হবে শিক্ষককে
বিশেষ প্রয়োজনে লগবুকে সই করে মোবাইল ব্যবহার করা যাবে 
সরকারি আধিকারিকের সামনেই কথা বলার পর ফের জমা দিতে হবে মোবাইল।
 
রাজ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। লালবাজারে মতোই টেটের জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে পর্ষদের অফিসে। কন্ট্রোলরুমে বসেই সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে। রবিবার ছুটির দিনে টেট পরীক্ষার্থীদের জন্য চলবে অতিরিক্ত মেট্রো। সঙ্গে শিয়ালদহ ও হাওড়া থেকে ট্রেনও।
 
টেটের জন্য বাড়তি মেট্রো
------------------
রবিবার সকাল ৯টা ১০ থেকে ১০টা ১৫ পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো
১০.১৫ থেকে ১১.১৫ পর্যন্ত ৭ মিনিট অন্তর মেট্রো
১১.১৫ থেকে ২.৪৫ পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন  
পরীক্ষা শেষে দশ অন্তর মেট্রো

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় সাদা OMR শিটেও পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে। এবার রেজাল্টের সঙ্গে  OMR শিটও হাতে পাবেন পরীক্ষার্থীরা। কোন প্রশ্নে কত নম্বর পেয়েছেন, উল্লেখ থাকবে OMR শিটে। 
.