কলেজে ভর্তির সময়ে তোলাবাজি রুখতে বৈঠকে তৃণমূল ছাত্র পরিষদ
টাকা বিনিময়ে রাজ্যের বিভিন্ন কলেজে আসন বিক্রির অভিযোগ উঠেছে।
নিজস্ব প্রতিবেদন: কলেজে কলেজে ভর্তির সময়ে তোলাবাজি বরদাস্ত করা হবে না বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এবার তত্পর হল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার তৃণমূল ভবনে সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসবেন টিএমসিপি-র সভানেত্রী জয়া দত্ত।
টাকা বিনিময়ে রাজ্যের বিভিন্ন কলেজে আসন বিক্রির অভিযোগ উঠেছে। নাম জড়িয়েছে শাসক দলের ছাত্র সংগঠনের নেতানেত্রীদের। ইতিমধ্যেই পুলিস-প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন, দল না দেখে গ্রেফতার করতে হবে। কলকাতা পুলিস কমিশনারের কাছে গিয়েছে নির্দেশিকা। তাতে স্পষ্ট বলা হয়েছে, কলেজে কলেজে সাদা পোশাকে মোতায়েন রাখতে হবে পুলিস। কলকাতা পুলিসও ফেসবুকে আবেদন জানিয়েছে, কলেজে ভর্তির সময়ে কেউ টাকা চাইলে যোগাযোগ করুন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও নজর রাখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর কথায়, ''তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় দল। এসব এখানে চলবে না। কেউ টাকা চাইলেই কলেজ কর্তৃপক্ষ ও থানায় অভিযোগ জানান।''
প্রশাসন তো রয়েইছে, দলীয়স্তরেও বিষয়টি নিয়ে তত্পর হতে চাইছে তৃণমূল কংগ্রেস।দলনেত্রীর নির্দেশেই সোমবার শহর ও শহরতলির কলেজগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্ত। দু'দিনের বৈঠকে প্রত্যেক কলেজ থেকে ২ জন করে ছাত্র প্রতিনিধি থাকবেন।ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে জরুরি ভিত্তিতে নির্দেশ দেওয়া হবে। দলের অনুশাসন না মানলে সাসপেন্ড করা হতে পারে খবর। জয়া দত্ত ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন, দলের নামে নিজের পকেট ভরানো যাবে না।
আরও পড়ুন- লোকসভায় ৪২-৪২, বাঙালি প্রধানমন্ত্রী চাই, পুরুলিয়ায় অমিতের সভাস্থলেই হুঙ্কার শুভেন্দুর