নজরে পুরভোট, বুধবার কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়ে ময়দানে বিজেপি

পুরভোটের লড়াই-এ যে বিজেপির অন্যতম হাতিয়ার ডেঙ্গি, তাও স্পষ্ট বিজেপির কর্মসূচি থেকেই। পাশাপাশি আজ আরও ৯ দফা দাবি তুলে পুরসভা দখলের লড়াই শুরু করতে চলেছেন দিলীপ ঘোষরা। 

Updated By: Nov 13, 2019, 11:04 AM IST
নজরে পুরভোট, বুধবার কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়ে ময়দানে বিজেপি

নিজস্ব প্রতিবেদন: দরজায় কড়া নাড়ছে পুরভোট। ডেঙ্গির স্লোগানকে হাতিয়ার করে আজ থেকেই ময়দানে নামছে রাজ্য বিজেপি। ইতিমধ্যেই প্রচারের ঘুঁটি সাজাতে শুরু করেছে তাঁরা। আজ বুধবার, প্রচারের ঢাকে কাঠি দিয়ে কলকাতা কর্পোরেশন চলো-র ডাক দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। থাকবেন দিলীপ ঘোষ। বুধবার দুপুর সাড়ে ১২টায় কেএমসি হেডকোয়ার্টারের দিকে যাত্রা করবেন তাঁরা। 

পাশাপাশি ডেঙ্গি ইস্যু ছাড়াও আজ আরও ৯ দফা দাবি তুলে পুরসভা দখলের লড়াই শুরু করতে চলেছেন দিলীপ ঘোষরা। তবে এবার কর্পোরেশন দখলের লড়াইয়ে ডেঙ্গি ইস্যুতেই শান দিচ্ছে বিজেপি। তাঁদের অভিযোগ ডেঙির মতো বড়ো বিপদ সামনে আসলেও তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। 

আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক হতেই আগামি সপ্তাহে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

বুধবার বিজেপির কর্পোরেশন অভিযানের তালিকায় রয়েছে মোট ১০টি দাবি। কী কী চাইছেন তাঁরা? দেখে নেওয়া যাক,

* ডেঙ্গি মুক্ত কলকাতা

* ঝুলন্ত তার মুক্ত কলকাতা

* সাবওয়ে যুক্ত কলকাতা

* জঞ্জাল মুক্ত কলকাতা

* জল কর মুক্ত কলকাতা

* WI-FI যুক্ত কলকাতা

* কাটমানি মুক্ত কলকাতা

* অবৈধ পার্কিং মুক্ত কলকাতা

* জমির মিউটেশন ২ শতাংশ কমানোর দাবি 

 সবমিলিয়ে পুরভোটের লড়াই-এ যে বিজেপির অন্যতম হাতিয়ার ডেঙ্গি, তা কার্যত স্পষ্ট বিজেপির কর্মসূচি থেকেই।

.