আজ মহালয়া, আর মহালয়া মানেই শুরু কাউন্ট ডাউন, পিতৃপক্ষের অবসান

আজ মহালয়া। আর মহালয়া মানেই শুরু কাউন্ট ডাউন। পিতৃপক্ষের অবসান।  মহিষাসুরমর্দিনীর সূরে দেবীপক্ষের শুরু। সকাল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে পিতৃ পুরুষকে জলদান। চলছে তর্পণ। বাবুঘাটে হাজারো মানুষের ভিড়। মহিলাদের উপস্থিতিও ছিল চোখের পড়ার মত। এক কথায় শারদোত্সবের ঢাকে কাঠি পড়ল আজই।  

Updated By: Sep 30, 2016, 08:41 AM IST
আজ মহালয়া, আর মহালয়া মানেই শুরু কাউন্ট ডাউন, পিতৃপক্ষের অবসান

ওয়েব ডেস্ক: আজ মহালয়া। আর মহালয়া মানেই শুরু কাউন্ট ডাউন। পিতৃপক্ষের অবসান।  মহিষাসুরমর্দিনীর সূরে দেবীপক্ষের শুরু। সকাল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে পিতৃ পুরুষকে জলদান। চলছে তর্পণ। বাবুঘাটে হাজারো মানুষের ভিড়। মহিলাদের উপস্থিতিও ছিল চোখের পড়ার মত। এক কথায় শারদোত্সবের ঢাকে কাঠি পড়ল আজই।  

আরও পড়ুন http://zeenews.india.com/bengali/mahapujo-2016

আজ দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটেও ছবিটা ছিল একইরকম। পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করেছেন হাজারো মানুষ। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কড়া পুলিসি নিরাপত্তা বন্দোবস্ত করা হয়। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভবতারিনীর মন্দিরে পুজো দেন। দান করেন জল ও তিল।

ওয়েব ডেস্ক: আজ মহালয়া। আর মহালয়া মানেই শুরু কাউন্ট ডাউন। পিতৃপক্ষের অবসান।  মহিষাসুরমর্দিনীর সূরে দেবীপক্ষের শুরু। সকাল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে পিতৃ পুরুষকে জলদান। চলছে তর্পণ। বাবুঘাটে হাজারো মানুষের ভিড়। মহিলাদের উপস্থিতিও ছিল চোখের পড়ার মত। এক কথায় শারদোত্সবের ঢাকে কাঠি পড়ল আজই।  
আরও পড়ুন পরমাণু শক্তির বিচারে ভারত কি পাকিস্তানের চেয়ে আদৌ এগিয়ে?

.