সরকারের ওপর চাপ বাড়াতে আজ আন্দোলনে পরিবহণ শ্রমিকরা

দাবি আদায়ে সরকারের ওপর চাপ আরও বাড়াতে আন্দোলনে নামছেন প্রায় সমস্ত গণপরিবহণের শ্রমিকরা। বিকেল তিনটেয় কলেজ স্কোয়ার থেকে পরিবহণ ভবন অভিযানে মিছিল করবেন তাঁরা। আজকের আন্দোলনে সামিল হবে আটটি বাম সংগঠন ছাড়াও আইএনটিইউসি এবং বিএমএসও। আন্দোলনে বাস ,ট্যাক্সির পাশাপাশি মিনিবাস, অটো, ম্যাটাডর, মিনিডোর শ্রমিকদেরও সামিল হবার আহ্বান জানানো হয়েছে।  

Updated By: Sep 10, 2014, 10:05 AM IST
সরকারের ওপর চাপ বাড়াতে আজ আন্দোলনে পরিবহণ শ্রমিকরা

কলকাতা: দাবি আদায়ে সরকারের ওপর চাপ আরও বাড়াতে আন্দোলনে নামছেন প্রায় সমস্ত গণপরিবহণের শ্রমিকরা। বিকেল তিনটেয় কলেজ স্কোয়ার থেকে পরিবহণ ভবন অভিযানে মিছিল করবেন তাঁরা। আজকের আন্দোলনে সামিল হবে আটটি বাম সংগঠন ছাড়াও আইএনটিইউসি এবং বিএমএসও। আন্দোলনে বাস ,ট্যাক্সির পাশাপাশি মিনিবাস, অটো, ম্যাটাডর, মিনিডোর শ্রমিকদেরও সামিল হবার আহ্বান জানানো হয়েছে।  

আন্দোলনের জেরে ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। অঘোষিত এই পরিবহণ ধর্মঘট মোকাবিলায় কড়া ব্যবস্থা নিচ্ছে সরকারও। পরিস্থিতি সামলাতে আজ তুলনায় বেশি সংখ্যক সরকারি বাস, ট্রাম পথে নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

সকাল থেকে শহরে বেশ কম বাস ও ট্যাক্সির সংখ্যা। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে নিত্য যাত্রীদের।

 

.