ওয়েব ডেস্ক : দুই দুঁদে গোয়েন্দা। আর তাদের যুগলবন্দিতেই একের পর এক সাফল্য। বাদুড়িয়া থেকে থেকে জলপাইগুড়ি আন্তর্জাতিক শিশু পাচার চক্র ফাঁসও এদেঁর কেরামতিতেই। প্রথম জন CID-র COG সৌগত ঘোষ। অপরজন OC, POWC কাকলি কুণ্ডু। নেপাল সীমান্ত থেকে জুহিকে জালবন্দি করার কৃতিত্বও এঁদেরই দু'জনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শিশু পাচার কাণ্ডে জুহি চৌধুরীকে জেরায় সাংসদ যোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য


জলপাইগুড়ি চন্দনা চক্রবর্তী সম্পর্কে সামান্য একটি লিড মিলেছিল সেন্ট্রাল অ্যাপশন এজেন্সির কাছে। সেটা ধরেই এগোন ৯৮ ওয়েস্ট বেঙ্গল ব্যাচের দুই অফিসার।  কল রেকর্ডস খতিয়ে দেখে ধরে ফেলেন চন্দনাকে। তারপরই, শুরু হয় জুহির খোঁজ। পিঠ বাঁচাতে নানা কৌশল নেন জুহি। মোবাইলও ব্যবহার বন্ধ রেখেছিলেন বিজেপি নেত্রী। কিন্তু, কোনও কৌশলেই খাটেনি সৌগত-কাকলিরকাছে।  একের পর সূত্র বিশ্লেষন করতে করতে তাঁরা পৌছে যান জুহির কাছে।