করোনা আক্রান্ত SSKM-এর নার্সের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বিগত ১০দিন ধরে চিকিৎসাধীন ছিলেন ৩৩ বছরের তরুণী। প্রথমে হাসপাতালের  সিসিইউ-তে রাখা হয়েছিল ওই নার্সকে। পরে অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হচ্ছিল এরপর মঙ্গলবার ভোরেই মারা যান তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, SSKM-এর কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে কর্মরত ছিলেন। গত ১৬ তারিখ হাসপাতালেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তখনই তাঁকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের কেবিনে ভর্তি করা হয়। এরপর তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয় কোভিড পরীক্ষার জন্য। ১৮ তারিখ রিপোর্ট আসে পজিটিভ। তারপরই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা  হয়। 


পরিবার সূত্রে খবর, মৃতার ১১ বছরের এক পুত্রসন্তান আছে। তাঁর পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে করোনা পরীক্ষার জন্য। আপাতত তাঁদের সকলকে আইসোলেশনে রাখা হয়েছে বলেই খবর। 
পাশাপাশি হাসপাতালের কার্ডিওলজি বিভাগ ইতিমধ্যেই সানিটাইজ করা হয়েছে। এসএসকেএম সূত্রে খবর, হাসপাতালের যেসব কর্মী, রোগীরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের চিহ্নিত করে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার বন্দোবস্ত হচ্ছে>


হাসপাতাল সূত্রে খবর, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বজবজের বাসিন্দা নার্সের পরিবারকে শেষ দেখা করার অনুমতি দেওয়া হতে পারে। নিয়ম মেনে শেষকৃত্য হতে পারে পুরসভার তত্বাবধানে।