Ganga Dussehra: জেনে নিন কবে দশহরা, কী এর বিশেষ তাৎপর্য, কী বিশেষ ফল মেলে গঙ্গাপুজোয়?

Ganga Dussehra: দশহরা গঙ্গাপূজা। মনসাপূজাও। এদিনই আবার বটুকভৈরবের আবির্ভাবতিথিও! গঙ্গার অবতরণ-দিন হিসেবে উদযাপিত হয় দশহরা। বিশ্বাস, পবিত্র গঙ্গা নদী এই দিনেই স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। আর এর ফলে রুক্ষ পৃথিবী হয়ে উঠেছিল শস্যশ্যামলা।

Updated By: May 29, 2023, 03:24 PM IST
Ganga Dussehra: জেনে নিন কবে দশহরা, কী এর বিশেষ তাৎপর্য, কী বিশেষ ফল মেলে গঙ্গাপুজোয়?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দশহরার বা গঙ্গা দশেরা (Ganga Dussehra) দিনটির প্রবল তাৎপর্য। মনে করা হয়, এদিন গঙ্গাবতরণ ঘটেছিল (যদিও অন্য মতে, মনে করা হয়, অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গার মর্ত্যে অবতরণ ঘটেছিল)। শুধু ধর্মীয় তাৎপর্যই নয়, দশহরার সাংস্কৃতিক তাৎপর্যও কম নয়। দেশ জুড়ে এই দিনটি পালিত হয়। এদিন গঙ্গাপুজো করা বিধি। প্রতিবছর জ্যৈষ্ঠে দশহরা পড়ে। এটা দশদিনের উৎসব।

আরও পড়ুুন: কর্কটে প্রবেশ শুক্রের! অর্থবৃষ্টি ঝরবে এই কয়েকটি রাশির জাতকদের উপর...

দশহরা শ্রীশ্রীগঙ্গাপূজা। শাস্ত্র অনুযায়ী দশহরা তিথিকে পূর্ণ তিথি বলা হয়। গঙ্গাকে এদেশের ধর্মীয় সংস্কৃতিতে পাপনাশিনী, কলুষনাশিনী মনে করা হয়। এটি মূলত হিন্দু ধর্মীয় উৎসব যা গঙ্গার অবতরণ-দিন হিসেবে উদযাপিত হয়। বিশ্বাস, পবিত্র গঙ্গা নদী এই দিনেই স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। এর ফলে রুক্ষ পৃথিবী হয়ে উঠেছিল শস্যশ্যামলা। 

এ বছর কবে দশহরা?

প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে, মানে, দশমীর দিনে দশহরা পালিত হয়। এই দশম দিনেই গঙ্গার পূজা করা বিধি। এবছর ৩০ মে মঙ্গলবার, (১৫ জ্যৈষ্ঠ ১৪৩০) অর্থাৎ, আগামীকাল দশহরা।

দশহরার দিন কীভাবে পুজো করা বিধি?

এদিন দশ রকম ফল দিয়ে গঙ্গাদেবীর পূজার বিধি। এই দিনে গঙ্গায় স্নান করে গঙ্গাকে দশটি ফুল, দশটি ফল ও দশটি প্রদীপ দিয়ে পুজো করার কথা বলা হয়েছে। দেবী যাতে কর্মফল হরণ করে মুক্তিফল প্রদান করেন, তাই এই ফলদান বিধি। এদিন মনসা পূজাও করতে দেখা যায়। এদিনই আবার বটুকভৈরবের আবির্ভাবতিথি।

দশহরার পুজোয় কী কী নিয়ম মেনে চলতে হয়? 

দশহরার দিনে গঙ্গা স্নান করুন, তারপর গঙ্গাপুজো করুন 

দশবিধ ফল দিয়ে দেবী গঙ্গার পূজা করুন। বিশ্বাস, দেবী সমস্ত কর্মফল হরণ করে মুক্তিফল প্রদান করেন।

আরও পড়ুন: Mangalchandi: জ্যৈষ্ঠের প্রতি মঙ্গলবারে কেন মা মঙ্গলচণ্ডী ব্রত পালন করতে হয়?

গঙ্গার উদ্দাম প্রবাহ যাতে পৃথিবীকে ধ্বংস না করে, এজন্য এদিন দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তাঁর জটায় ধারণ করেছিলেন। পরে পৃথিবীমাতার পক্ষে সহনশীল হবে এই গতিতে ধীরে ধীরে তিনি গঙ্গাকে তাঁর জটাজাল থেকে প্রবাহিত করেছিলেন। তাই এই দিন শিবপূজারও বিশেষ চল রয়েছে। এই দিন শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে শিব প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন বলে বিশ্বাস।

এই তিথিতে দান-ধ্যান করলেও বিশেষ ফল পাওয়া যায়। 

এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করাও বিধি। পুজোর পরে ফলমূল দান করা কাম্য।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.