ওয়েব ডেস্ক: গাধা পিটিয়ে ঘোড়া হয় না। একথা বাড়ির বড়দের কাছে কম বেশি প্রায় সবাই শুনেছেন নিশ্চয়? কিন্তু গরু পিটিয়ে ঘোড়া হয়। তবে পিটিয়ে নয় বশ মানিয়ে বলাই ভালো। কি চমকে গেলেন শুনে? ভাবছেন এ আবার কিরকম কথা। আরে, একেবারেই সত্য়ি কথা।  মানে নিউজিল্য়ান্ডের বাসিন্দা ১৮ বছরে তরুণী হানা সিম্পসন তেমন টাই করে দেখিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছোটবেলা হানা নাকি গল্প শুনে ট্টাট্টু ঘোড়া কেনার বায়না জুড়েছিলেন।  কিন্তু ঘোড়া কেনা কি মুখের কথা? ‌স্বাভাবিক ভাবেই মেয়েকে সোজা সাফটা বকাবকি দিয়ে চুপ করিয়ে দিয়েছিলেন হানার বাবা-মা। হানা কিন্তু মোটেও শান্ত হয়নি তাতে।  নাছোড়বান্দা বছর ১১র হানা তখন পণ করলেন ঘোড়ার শখ তিনি বাড়ি পোষ্য় গরু লায়লেককে দিয়েই মেটাবেন। ‌যেমন ভাবা তেমনি কাজ। ওমনি শুরু হল বাড়ির ছ-মাসের পোষ্য় গরুর ঘোড়ার মত প্রশিক্ষণ। ওমা! আর কয়েকবছরের মতই তার পোষআ গরু ঘোড়ার মত দৌড়তে লাগল! বিশ্বাস হল না তো? তাহলে নিজেই দেখুন সেই ভিডিও।




আরও পড়ুন-সেকি কথা ! ভারতীয় মহিলারা নাকি বর পেটানোয় বিশ্বে তিন নম্বরে !