Jio Recharge Plan: কালীপুজোয় অসাধারণ প্ল্যান নিয়ে এল জিও! হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং আরও নানা অফার-সহ ১ বছর নিশ্চিন্ত!

Jio Recharge Plan in Diwali: টেলিকম শিল্পে, জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল-- সকলেই আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। নিজেদের অবস্থান ধরে রাখতে জিও-ও একটি বাজেট-বান্ধব প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে, জিও-র যে রিচার্জ প্ল্যানটির খরচ প্রতি মাসে ₹১১২ টাকা, সেটি খুবই কম দামে আনলিমিটেড কলিং অফার এনেছে।

সৌমিত্র সেন | Updated By: Oct 17, 2025, 06:51 PM IST
Jio Recharge Plan: কালীপুজোয় অসাধারণ প্ল্যান নিয়ে এল জিও! হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং আরও নানা অফার-সহ ১ বছর নিশ্চিন্ত!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলিতে স্পেশাল জিও অফার (Jio Recharge Plan)? তা প্রায় বলাই চলে হয়তো। সমস্ত সার্ভিস প্রোভাইডাররাই নিজেদের মতো প্ল্যান নিয়ে আসে। জিও-ও আসছে। সম্প্রতি রিলায়েন্স জিও (Reliance Jio) এক অত্যন্ত সাশ্রয়ী রিচার্জ প্ল্যান চালু করেছে, যা কম ডেটা ব্যবহারকারী গ্রাহকদের জন্য দারুণ উপযোগী। প্ল্যানটি নূন্যতম খরচে সর্বাধিক সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। জিও-র প্রতি মাসে ₹১১২ টাকার রিচার্জ প্ল্যান (Jio Launches ₹112 Monthly Recharge Plan) এবং এটি ব্যবহারকারীদের কী কী সুবিধা দিচ্ছে, তার বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: kalipuja 2025: ১০৮ নরমুণ্ডে অধিষ্ঠিত মা, দেওয়া হয় ১০৮ জবাফুল! শ্মশানের ভয়ংকরা কালী, কয়েকশো বছরের তন্ত্রসাধনার ঘোর রহস্যে ঢাকা...

কেমন এই প্ল্যান?

জিও-র ₹১১২ মাসিক প্ল্যানের বিস্তারিত তথ্য:

₹১১২ টাকার এই প্ল্যানটি আসলে ₹১২৩৪ টাকার একটি বার্ষিক প্ল্যান, যার মেয়াদ ৩৩৬ দিন (প্রায় ১১ মাস)। মাসিক হিসাবে ধরলে এর খরচ পড়ে প্রায় ₹১১২ টাকা।

প্ল্যানটির স্পেশাল সুবিধা

প্ল্যানটির প্রধান সুবিধাগুলি হল:

প্ল্যানের দাম ও বৈধতা: ₹১২৩৪ টাকা, বৈধতা ৩৩৬ দিন

মাসিক খরচ: প্রায় ₹১১২ টাকা

ভয়েস কলিং: সারা দেশে আনলিমিটেড

ডেটা: প্রতিদিন ৫০০ এমবি (MB) হাই-স্পিড ডেটা। (মোট ডেটা প্রায় ১৬৮ জিবি)। (দৈনিক ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে যায়।)

এসএমএস: প্রতিদিন ১০০টি এসএমএস

আরও পড়ুন: Kali Puja Weather: ভেস্তে যাবে কালীপুজো? তুমুল ঝড়বৃষ্টিতে দীপ নিভে যাবে দীপাবলির? ভাসবে কলকাতা-সহ কোন কোন জেলা?

অতিরিক্ত সুবিধা 

JioSaavn এবং JioCinema-র বিনামূল্যে সাবস্ক্রিপশন

১ বছর নিশ্চিন্ত

৩৩৬ দিনের বৈধতার এবং ১২৩৪ টাকার এই জিও রিচার্জ প্ল্যানটি নিলে আপনি প্রায় এক বছরের জন্য নিশ্চিন্ত থাকবেন। বারবার রিচার্জ করার চিন্তা করতে হবে না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.