Kalashtami May 2025: কালাষ্টমীর ব্রত করলে মেলে কালভৈরবের বিশেষ কৃপা! কবে কালাষ্টমী? কী করতে হয় এই কালাষ্টমীতে? জেনে নিন এই ব্রতের আশ্চর্য কথা...
Kaal Bhairav Puja on Kalashtami: ভৈরবষ্টমীতে গঙ্গায় স্নান করে উপবাস বিধি। এছাড়া এদিন পিতৃ তর্পণ-শ্রাদ্ধ করে সারা বছরের জন্য সমস্ত রকম বাধা থেকে মুক্তি পাওয়া যায়। এদিন দুধ, দই ইত্যাদি খাওয়ানোর বিধান আছে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালাষ্টমী শব্দটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। কিন্তু দিনটির তাৎপর্য সম্বন্ধে আমরা হয়তো তত ওয়াকিবহাল নই। কালাষ্টমীর প্রধান দেবতা হলেন ভগবান কালভৈরব। যিনি শিবের অবতার বলে বিশ্বাস করা হয়। কালভৈরব হল কালের অর্থাৎ, মৃত্যুর প্রতীক। তিনি ভক্তদের জীবনসংগ্রাম থেকে রক্ষা করেন। কালভৈরবের রূপটি অত্যন্ত ধ্বংসাত্মক এবং এটি বিনাশ ও প্রলয়ের কথা মনে করিয়ে দেয়। কালভৈরবের বাহন কালো কুকুর। কালাষ্টমীতে তাই কালো কুকুরের বিশেষ গুরুত্ব। কালভৈরব দণ্ডপতি নামেও বিশেষ পরিচিত।
কবে কালাষ্টমী?
আগামী ২০ মে, মঙ্গলবার কালাষ্টমী। অষ্টমী তিথি শুরু হচ্ছে এদিন সকাল ৫টা ৫১ মিনিটে। আর কালাষ্টমী তিথি শেষ হচ্ছে পরদিন ২১ মে ভোর ৪টা ৫৫ মিনিটে।
আরও পড়ুন: আরও পড়ুন: Condom on Shiva Lingam: শিবের মাথায় কনডোম? কেন বারবার হিন্দুদেবদেবীকে অপমান? তাণ্ডব শুরু অগ্নিশর্মা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের...
ভগবান কালভৈরব
ভৈরবষ্টমীতে গঙ্গায় স্নান করে উপবাস করা বিধি। এছাড়া এদিন পিতৃ তর্পণ-শ্রাদ্ধ করে সারা বছরের জন্য সমস্ত রকম বাধা থেকে মুক্তি পাওয়া যায়। এদিন দুধ, দই ইত্যাদি খাওয়ানোর বিধান আছে।
পুরাণ ও শাস্ত্রমতে, ভগবান কালভৈরব হলেন মহাদেবের রুদ্র রূপের প্রকাশ। জীবনে যাঁরা খারাপ কাজ করেন, পাপ করেন, তাঁরা কালভৈরবের ক্রোধের সম্মুখীন হন। কিন্তু জীবনে যিনি সর্বদা ভাল কাজ করেন, তাদের প্রতি তিনি সন্তুষ্ট হন। তাঁর আশীর্বাদে এঁরা কখনওই কোনও নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হন না। ভূত-প্রেতের জালে জডিয়ে পড়েন না।
কাশীর কোতোয়াল
কাল ভৈরবকে কাশীর কোতোয়াল বলা হয়। তাঁর আরাধনা ছাড়া বাবা বিশ্বনাথের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। কথিত আছে, ভগবান ভৈরবের ভক্তদের ক্ষতি করলে সেই ব্যক্তি তিন জগতের কোথাও আশ্রয় পান না।
যে ব্যক্তি কালাষ্টমীতে কালভৈরবের স্তব করেন তিনি কখনোই কালের ধ্বংসের মুখে পড়েন না। জীবনে দুঃখ কম পেতে কালাষ্টমী পালন করা হয়। কালাষ্টমী হল সেই দিন, যেদিন কেউ ভগবান কালভৈরবের স্তব করে তাঁর স্বপ্ন পূরণ করে নিতে পারেন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)