EPF Money: ইপিএফের টাকা তোলা খুবই সহজ করছে কেন্দ্র, সবটাই থাকবে আপনার হাতে...

EPF Money: এখন টাকা তুলে গেলে তার কিছু নিয়ম ও লিমিট রয়েছে। টাকা তোলা যাবে বেশকিছু জরুরি প্রয়োজনে

Updated By: Mar 8, 2025, 06:31 PM IST
EPF Money: ইপিএফের টাকা তোলা খুবই সহজ করছে কেন্দ্র, সবটাই থাকবে আপনার হাতে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোটি কোটি ইপিএফও অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় খবর। তাদের জন্য বিশেষ সুবিধে করে দিতে চলেছে কেন্দ্র। কারণ এবার ইপিএফও-র টাকা তোলা যাবে এটিএম থেকে বা ইউপিআইয়ের মাধ্যমে। এনিয়ে পরিকল্পনা করে ফেলেছে ইপিএফও। এনিয়ে কথা চলছে ন্যাশনাল পেমেন্টে করপোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে। সবকিছু যদি ঠিকঠাক চলে তাহলে আগামী ২-৩ মাসের মধ্যে এই ব্যবস্থা চালু হয়ে যাবে।

আরও পড়ুন- নাবালিকার ঠোঁট ধরে আদর, পাশে ঘুমানো POCSO-র আওতায় পড়ে না: হাইকোর্ট

ওই ব্যবস্থা চালু হয়ে গেল ইপিএফও হোল্ডাররা তাদের টাকা নিতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে। এদের তাদের টাকা তোলার প্রক্রিয়া অনেক সহজ হবে। অনকেটাই নিশ্চিন্তে থাকতে পারবেন তাঁরা। ইপিএফ থেকে টাকা তুলতে সাধারণত এক সপ্তাহ সময় লাগে। সেই টাকা এখন ইউপিআইয়ের মাধ্যমে তুলে গেলে লাগবে কয়েক ঘণ্টা মাত্র। এতে লেনদেনের স্বচ্ছতাও অনেকটা বাড়বে।

উল্লেখ্য, এনিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করেনি ইপিএফও। তবে সহজীকরণের প্রক্রিয়া শেষ হয়ে গেলে এনিয়ে ইপিএফও সাইটে সরাসরি নির্দেশিকা দেওয়া হবে।

কীভাবে ইপিএফও এটিএম কাজ করবে?  আমরা সাধারণত যে ডেবিট কার্ড ব্যবহার করি সেরকমই কাজ করবে ইপিএফও এটিএম কার্ড। টাকা তোলার জন্য আপনাকে আপনার UNA লিঙ্ক করতে হবে অ্যাকাউন্টের সঙ্গে। ওটিপি ভেরিফাই করতে হবে। তারপরেই টাকা তোলা যাবে। এক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডার তাক কোম্পানির অ্যাপ্রুভ্যাল ছাড়াই টাকা তুলতে পারবেন।

এখন টাকা তুলে গেলে তার কিছু নিয়ম ও লিমিট রয়েছে। টাকা তোলা যাবে বেশকিছু জরুরি প্রয়োজনে। সেগুলি হল চিকিত্সা, বাড়ি কেনা, ঋণ শোধ ও বিয়ের খরচের জন্য। এক্ষেত্রে আপনার বেতনের ৬ গুণ টাকা তোলা যাবে। বাড়ি তৈরি করার জন্য জমা টাকার ৯০ শতাংশ তোলা যাবে তবে কোনও প্রতিষ্ঠানে কাজ করতে হবে কমপক্ষে ৫ বছর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.