নিজস্ব প্রতিবেদন: শনিবার শনিদেবের ব্রত পালনের দিন। এ দিন বিধিমতো শনিদেবের পুজো করলে জীবনে শুভশক্তির আবির্ভাব ঘটে।  
শনিবার শনিদেবতার পুজো করতে গেলে প্রথমেই সারাদিন উপোস করার ব্রত নিতে হয়। সকালে উঠে নিত্যকর্ম সেরে স্নান। পরে কাঠের চৌকির উপর কালো রংয়ের কাচা কাপড় বিছিয়ে তার উপর শনির মূর্তি বা ছবি স্থাপন করতে হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী কী করতে হবে?


ধূপ জ্বালিয়ে শনিদেবকে পঞ্চামৃত, আতর ইত্যাদি দিয়ে স্নান করান। দিন কুমকুম, কাজল, আবির ইত্যাদি। সঙ্গে নীল ফুল। নারকেল এবং এর সঙ্গে অন্যান্য ফলও দিতে পারেন। এর পর শনিমন্ত্র জপ করুন। শনির পাঁচালি পাঠ করুন। পরে আরতি করে পুজো সম্পন্ন করুন।


শনিদেবতাকে পুজো করার আরও কিছু বিশেষ বিধি আছে। যেমন তেল, লোহার পেরেক, কালো তিল, কালো কাপড়, কালো বিউলির ডাল শনিদেবের প্রতিমায় অর্পণ করার বিধি আছে। আপনার পরিবারে কেউ যদি দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকেন, তবে তাঁর আরোগ্য কামনায় শনিদেবের পুজোর করুন, পাশাপাশি তাঁকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করান (ওঁ স্বাহা শনিশ্চরায়ৈ নমঃ)।


এদিন দুঃস্থ ও গরিবদের ভোজন করালেও দেবতার আশীর্বাদ লাভ হয়।


শনিপুজোয় কিছু কিছু ব্যাপারে নিশ্চিত ফললাভ হয়:


যেমন, শনিদেবতার আশীর্বাদে আইন-আদালত বা পুলিসি ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়।


শনি পুজোর মাধ্যমে আপনার প্রতি বিদ্বেষ করেন যাঁরা তাঁদের শান্ত করা যায়।


আপনার কোষ্ঠীতে কোনও দোষ থাকলে শনির আশীর্বাদে তা থেকে মুক্তি পাওয়া যায়।


শনি আরাধনার সূত্রে ব্যবসায় উন্নতি হয়, চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হয়।


পথদুর্ঘটনার যোগ থাকলে তা কেটে যায়।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: আপনার ঠাকুরঘর কি সিঁড়ির নীচে? সাঙ্ঘাতিক ভুল করেছেন! দ্রুত বদলান দেবতার ঠাঁই