ওয়েব ডেস্ক: খুব শীঘ্রই মুক্তি পাবে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন ছবি ‘এ জেন্টলম্যান’। ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে তাঁর রসায়ন ঘিরে বেশ চর্চা চলছে। শোনা গিয়েছিল শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিনের সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার ঘনিষ্ঠতা ভালো ভাবে নাকি মেনে নিতে পারেননি আলিয়া ভাট। যদিও আলিয়া ভাট কিংবা সিদ্ধার্থ মালহোত্রা কেউই তাঁদের মধ্যের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবুও তাঁদের সম্পর্ক নিয়ে বলিউডে হামেশাই গুঞ্জন শোনা যায়। সত্যিই কি আলিয়া ভাটের সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে সিদ্ধার্থ মালহোত্রার? একটি সাক্ষাত্‌কারে পরিস্কার জানিয়ে দিলেন সিদ্ধার্থ।


সম্প্রতি বলিউড নায়িকা নেহা ধুপিয়ার শো, ‘নো ফিল্টার নেহা’-তে গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা।সেখানে তাঁকে প্রশ্ন করা হয় যে, তিনি কি এখন কারও সঙ্গে ডেটিং করছেন? সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দেন সিদ্ধার্থ। বলেন, ‘আমি সিঙ্গল।’ আলিয়া ভাট শুনছেন তো?


মাত্র ন'দিনে ফাল্গুনী পাঠকের রোজগার জানলে আপনার চোখ কপালে উঠবে


আবার বিয়ে করছেন হবু মা এষা দেওল!