Milltant Killed in Kashmir: ফের অশান্ত কাশ্মীর! খতম ২ জঙ্গি, শহিদ ৩ পুলিসকর্মী...

Milltant Killed in Kashmir:  উপত্যকায় জঙ্গি বিরোধী অভিযানে ন্যাশনাল সিকিউরিটি গার্ড, বিএসএফ, ও পুলিস। সঙ্গে স্পেশাল অপারেশন গ্রুপও।  

Updated By: Mar 27, 2025, 11:37 PM IST
Milltant Killed in Kashmir: ফের অশান্ত কাশ্মীর! খতম ২ জঙ্গি, শহিদ ৩ পুলিসকর্মী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ফের উত্তপ্ত কাশ্মীর। নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি। শহিদ ৩ পুলিসকর্মী। আহত নিরাপত্তাবাহিনীর ৫ জওয়ান। তাঁদের চিকিত্‍সা চলছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কাটুয়া জেলায়।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

গত চারদিন ধরে উপত্য়কায় একযোগে জঙ্গি বিরোধী অভিযানে নেমেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড, বিএসএফ, ও পুলিস। সঙ্গে স্পেশাল অপারেশন গ্রুপও। রবিবার  হীরানগর সেক্টরে জঙ্গি এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলিযুদ্ধ হয়েছিল। প্রাণ গিয়েছিল স্থানীয় এক কিশোরীর। এখনও পর্যন্ত যা খবর, আজ, বৃহস্পতিবার কাটুয়া জেলার  হীরানগরে রাজবাগের ঘাটি জাঠানার জাখোল গ্রামে ফের নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে।  মনে করা হচ্ছে, রবিবার যাঁরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন, তাঁরাই বৃহস্পতিবার আবার হামলা চালিয়েছেন।

এদিকে শনিবার সীমান্ত পেরিয়ে একদল জঙ্গি ভারতের ঢুকে পড়েছে বলে খবর। তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৩ জনকে।

আরও পড়ুন:  Meerut Husband Murder Update: কেন সৌরভের মাথা-হাত কেটে নেয় মুসকান-সাহিল? ভয়ংকর সেই কারণ ফাঁস... শিউরে উঠবেন...

আরও পড়ুন:  Repeated Sexual Abuse Case: বছরের পর বছর সৎ মেয়েকে ভোগদখল! 'বর্বর' বাবার যৌনাঙ্গ কেটে প্রতিশোধ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.