Gwalior Murder Case:'আমি চকোলেট কিনতে নিয়ে গিয়েছিলাম!' চারের শিশুর নারকীয় ঘটনার পর বারোর কিশোরীর...
Victim of Black Magic বছর চারেকের এক শিশু উঠোনে খেলছিল ৷ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ৪ বছরের ছেলেটিকে এক নির্মীয়মাণ ব্লিডিংয়ের কাছে নিয়ে গিয়ে পুঁতে দেয় ৷

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ানক কাণ্ড!জানলে ঠান্ডা স্রোত বইবে শরীরে। শিশুবলির আরেক নিকৃষ্ট উদাহরণ। এবার জায়গা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।
কুসংস্কার আর তন্ত্র-মন্ত্রের শিকার এক চার বছরের শিশু।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
রাস্তায় এক তান্ত্রিক, পথচলতি বছর বারোর এক নাবালিকাকে কাছে ডাকে ৷ তারপর তার কানে কিছু বলে দেয় অর্থাত্ মন্ত্র দেয় ৷ নাবালিকা এরপর পাড়ারই এক বাড়িতে যায়। সেই সময় বছর চারেকের এক শিশু উঠোনে খেলছিল ৷ হঠাত্ই সেই নাবালিকা চকলেট কেনার লোভ দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ওই চার বছরের ছেলেটিকে। ঠিক এরপরই এক নির্মীয়মাণ বিল্ডিংয়ের কাছে নিয়ে গিয়ে খুন করে মাটিতে পুঁতে দেয় ৷
আরও পড়ুন: স্ত্রী একা নীলছবি দেখছেন, স্বমেহনে সুখি.. এটা ডিভোর্সের কারণ হতে পারে না: হাইকোর্ট
শিশুটির বাবা-মা কোথাও তাঁকে খুঁজে না পেয়ে সিরোল থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, দুই দিন আগে বিকেলে নিখোঁজ হয় শিশুটি। পাশাপাশি, ৪ বছরের ওই শিশুটিকে পাড়ারই এক ১২ বছরের মেয়ে খুন করেছে বলে অভিযোগ ওঠে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তে নেমে সিরোল থানার পুলিস চারটি দল গঠন করে শিশুটির খোঁজ শুরু করে।
এলাকার অভিজাত জায়গা--কসমো আনন্দ কলোনির আশপাশের সিসিটিভি ফুটেজও পুলিস খতিয়ে দেখে ৷ ফুটেজে দেখা যায়, নাবালিকা মেয়েটি শিশুটিকে তাঁর বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাচ্ছে। পুলিশসের সন্দেহ আরও গাঢ় হয় ৷ তারপরই মেয়েটিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে সিরোল থানার আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে মেয়েটি বারবার বয়ান বদল করে ৷ পুলিশকে ওই নাবালিকা জানায় নির্মীয়মাণ বাড়ির কাছে শিশুটিকে সে পুঁতে দিয়েছে ৷ পুলিস গিয়ে দেহটি উদ্ধার হয় ৷
আরও পড়ুন: স্তন খামচে সালোয়ারেরর দড়ি ছিঁড়েছে, তো! এটা মোটেই ধর্ষণ নয়: হাই কোর্ট
গোয়ালিয়রের এসপি ধরমবীর সিং জানান, জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি প্রথমে বলে, ওই বাচ্চাটিকে চকলেট কিনে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল ও পরে ফিরে আসে। কিন্তু সিসিটিভি ফুটেজে মেয়েটিকে একাই ফিরে আসতে দেখা যায়। পুলিশ মেয়েটিকে চেপে ধরলেই বয়ান বদলে ফেলে সে ৷ জানায়, রাস্তায় দেখা হওয়া এক তান্ত্রিকের মন্ত্রে সে এই অপরাধ করেছে। পুলিশ এখন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ৷ পাশাপাশি, শিশু মনোবিজ্ঞানীর সাহায্যও নেওয়া হয়েছে ৷
শিশুটির দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, নাবালিকাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ কেন সে এই কাজটি করেছে এবং তার সঙ্গে আর কারা ছিল এই ভয়ংকর ঘটনা ঘটানোর সময়, তাও জানতে চাইছে পুলিশ ৷ পুলিশের অনুমান, কেউ একা এই ধরনের ঘটনা ঘটাতে পারেনা ৷
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)