Fire in a Bus:ভয়ংকর! চলন্ত বাসে আগুন, সিটে বসেই ঝলসে মৃত্যু ২০ জনের

Fire in a Bus: ভয়ংকর কাণ্ড রাজস্থানে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

তনুময় ঘোষাল | Updated By: Oct 14, 2025, 11:15 PM IST
Fire in a Bus:ভয়ংকর!  চলন্ত বাসে আগুন, সিটে বসেই ঝলসে মৃত্যু ২০ জনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাস তখন চলছে। হঠাত্‍ দাউ দাউ জ্বলে উঠল আগুন! ঝলসে মৃত্যু হল ২০ জন যাত্রীর। অনেকে আবার প্রাণ বাঁচতে জানলা দিয়ে ঝাঁপ দিলেন। তাতেও আহত বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দা। ভয়ংকর কাণ্ড রাজস্থানে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Air India Boeing 787: 'এয়ার ইন্ডিয়ার সব বোয়িং 787 ড্রিমলাইনার বসিয়ে দাও!' ভয়ংকর ত্রুটি ফাঁস করে পাইলট ফেডারেশনের বিস্ফোরক চিঠি..

পুলিস সূত্রে খবর, আজ মঙ্গলবার বিকেলে জয়সলমের থেকে যোধপুরের দিকে যাচ্ছিল ওই বেসরকারি বাসটি। যাত্রী ছিলেন ৫৭ জন। মাঝপথে থাইয়াট গ্রামের কাছে  হঠাত্‍ চলন্ত বাসে আগুন লেগে যায়। গতি খুব বেশি ছিল না। যাত্রীরা চিত্‍কার করতে শুরু করেন। ততক্ষণে জানলার কাঁচ ভেঙে লাফ মেরেছেন অনেকেই  চালক বাস থামিয়ে দেন। ছুটে আসেন আশেপাশে লোকজন। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন।  এরপর খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

দিন কয়েক আগে হিমাচল প্রদেশের ধসের কবলে পড়েছিল যাত্রীবাহী বাস। দা-পাথরে চাপা পড়ে প্রাণ হারান ১৫ জন। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোযণা করলেন প্রধানমন্ত্রী। আহতেরা পাবেন পঞ্চাশ হাজার টাকা।

আরও পড়ুন:  Woman Immersed in Water to Conceive: WATCH | বংশধর চাই! নাতি-নাতনির 'মুখ দেখতে' তরুণীকে ১২ দিন জলে ডুবিয়ে রাখল স্বামী-শাশুড়ি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.