Lightning death in Chhattisgarh: ঘটতে পারে আপনার সঙ্গেও! ঝড়বৃষ্টি, পড়ল বাজ আর কানে ফেটে গেল মোবাইল, ঝটিতি মৃত্যু...
Death by Thunderstorm: তার পরিবারের সদস্যদের মতে, শুক্রবার সন্ধ্যায় রোহিত কুমার সিনহা তার বাড়ি থেকে বের হয়ে ফোনে কথা বলছিলেন, ঠিক সেই সময় বজ্রপাতের শিকার হন।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশজুড়েই বৃষ্টি-বজ্রপাতের ঘটনা লেগেই রয়েছে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে বর্ষার আগমনও হবে কিছুদিনের মধ্যে। এরই মধ্যে মর্মান্তিক ঘটনা। রবিবার বজ্রপাতের সময় কানে ফোন ধরে কথা বলার সময়ই বিদ্যুৎস্পৃষ্টহয়ে মৃত্যু হল এক ব্যক্তির।
বজ্রপাতে মৃত্যুর ঘটনা প্রায়শই শোনা যায়। কিন্তু বাজ পড়ার সময় ফোনে কথা বলায়, তত্ক্ষণাত্ কারও মৃত্যু এই ঘটনা খুব কমই ঘটে। কিন্তু এই ভয়ংকর ঘটনাও ঘটল।
ছত্তিশগড়ের ধামতারি জেলায় ফোনে কথা বলার সময় বজ্রপাতে ৩০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। তাঁকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর আঘাতের গুরুত্ব বিবেচনা করে চিকিৎসকরা তাকে জেলা হাসপাতালে রেফার করেন। তবে, পথেই তিনি মারা যান।
তাঁর পরিবারের সদস্যদের মতে, শুক্রবার সন্ধ্যায় রোহিত কুমার সিনহা তাঁর বাড়ি থেকে বেরিয়ে ফোনে কথা বলছিলেন, ঠিক সেই সময় বজ্রপাতের শিকার হন। এর ফলে তার হাতে থাকা মোবাইল ফোনটি ফেটে যায় এবং তাঁর মৃত্যু হয়।
'তিনি কাজ থেকে বাড়ি ফিরে তাঁর বাড়িতে টয়লেট নির্মাণ কাজ পরিদর্শন করতে বেরিয়েছিলেন, সেই সময় বজ্রপাত হয় প্রবল। বিজ্ঞান বলে , মেঘের মধ্যে প্রবল বৈদ্যুতিক অনু-পরমাণু থাকে। ঝড়-বৃষ্টির সময় ধনাত্মক-ঋণাত্মক তরঙ্গের আঘাতে যে জোড়ালো তরঙ্গ তৈরি হয়, মোবাইল ফোনের তরঙ্গ, বজ্রপাতের সেই তরঙ্গকে আকর্ষণ করে। মাথা এবং কানের মধ্যবর্তী জায়গায় ফোনের অবস্থান হওয়ায় ফোনের তরঙ্গ দ্রুত শরীরে সঞ্চালিত হয়। এটি সম্ভবত এটিই বিস্ফোরণের কারণ ছিল, যার ফলে নিহত হন ওই ব্যক্তি।
ডাক্তারের মতে, মোবাইল ফোনে বিকিরণ এবং চৌম্বকীয় উপাদান থাকে, যা বজ্রপাতকে আকর্ষণ করে তা ওই নিহতের শরীরে সঞ্চারিত হয়েছিল। ওই ব্যক্তির ফোনটির ব্যাটারি বিস্ফোরণও ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
যদিও অনেকেই মনে করেন, খারাপ আবহাওয়ায় ফোন ব্যবহার করলে বজ্রপাতের সম্ভাবনা বেড়ে যায়। তবে, আমরা আপনাকে বলে রাখি যে বজ্রপাতের ঘটনার সাথে স্মার্টফোনের কোনও সম্পর্ক নেই। অনেক সময় ফোনে নেটওয়ার্ক অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আসে, তাই এর সঙ্গে কোনো সংযোগ থাকে না। তখন তারযুক্ত ফোন ব্যবহার করার কথা ছিল না, তাই আগের সময়ে এগুলো বেশ সাধারণ ছিল।
যখনই প্রবল বজ্রপাত হয়, তখন খোলা জায়গায় বের হওয়া এড়িয়ে চলুন এবং কিছু আশ্রয়ের নিচে থাকুন। এছাড়াও জলের জায়গায় যাওয়া এড়িয়ে চলা উচিত। ইলেকট্রনিক আইটেম থেকে দূরে থাকতে বলা হয় কারণ বিদ্যুৎ তারের মাধ্যমে ভ্রমণ করে। এ ছাড়া গাছের নিচে বা পুকুরে যাওয়া এড়িয়ে চলতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)