গেরুয়া শিবিরের দখলেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন ভোটে তিনটি শীর্ষ আসন ছিনিয়ে নিয়ে দারুণভাবে জয় লাভ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তবে গতবারের তুলনায় এবিভিপির পক্ষে এই ফলাফল খারাপ। কারণ, গত নির্বাচনে চারটি আসনেই জয় পেয়েছিল এবিভিপি। তবে, এবার টানটান উত্তেজনায়, কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এই জয়ে খুশির হাওয়া গেরুয়া শিবিরে।

Updated By: Sep 10, 2016, 05:17 PM IST
গেরুয়া শিবিরের দখলেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ

ওয়েব ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন ভোটে তিনটি শীর্ষ আসন ছিনিয়ে নিয়ে দারুণভাবে জয় লাভ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তবে গতবারের তুলনায় এবিভিপির পক্ষে এই ফলাফল খারাপ। কারণ, গত নির্বাচনে চারটি আসনেই জয় পেয়েছিল এবিভিপি। তবে, এবার টানটান উত্তেজনায়, কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এই জয়ে খুশির হাওয়া গেরুয়া শিবিরে।

আরও পড়ুন- মমতাকে কানহাইয়ার কটাক্ষ, 'দিদি হাসছেন পোস্টারে, আমি অপেক্ষা করছি রাজ্যবাসীর হাসির'

এভিভিপি প্রার্থী অমিত তিওয়ারী ছাত্রসংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন, এবিভিপিরই প্রিয়াঙ্ক চাবরি হয়েছেন সহ-সভাপতি এবং অঙ্কিত সঙ্গোয়ান সম্পাদক নির্বাচিত হয়েছেন। ন্যাশানাল সুডেন্টস্ ইউনিয়নের মোহিত সঙ্গোয়ান যুগ্ম-সম্পাদকের পদে জয় পেয়েছেন।

আরও পড়ুন- ''সরকার আমাদের মারতে হিটলিস্ট তৈরি করেছে!'' বিস্ফোরক গিলানী

৩৬ শতাংশেরও বেশী ছাত্র শুক্রবারের নির্বাচনে অংশ নিয়েছিল। তবে এবারের দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নির্বাচনে অংশ নেয়নি আম আদমি পার্টির ছাত্র সংগঠন 'ছাত্র-যুব সংঘর্ষ সমিতি'।

.