নিজস্ব প্রতিবেদন: সকালে সুপ্রিম কোর্টে ভর্তসনা। তারপরই তড়িঘড়ি টেলিকম সংস্থাগুলিকে নোটিস দিয়ে কেন্দ্র জানিয়ে দিল, শুক্রবারই রাত ১১.৫৯ মিনিটের মধ্যে সব বকেয়া মিটিয়ে দিতে হবে। পিটিআই সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রায় আসার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বকেয়া না মেটানোয় টেলিকম সংস্থাগুলিকে তীব্র ভর্তসনা করা হয়। গত অক্টোবরে শীর্ষ আদালতের নির্দেশ ছিল, ৩ মাসের মধ্যে টেলকম মন্ত্রককে সব বকেয়া মিটিয়ে দিতে হবে। কিন্তু ৩ মাস পেরিয়ে যাওয়ার পরও অধিকাংশ টেলকম সংস্থা এক পয়সা না মেটানোয় আদালত অবমাননার সামিল হিসাবে দেখছে সুপ্রিম কোর্ট।


এয়ারটেল, ভোডাফোন-সহ একাধিক টেলকম সংস্থার অধিকর্তাদের আদালত অবমানানার জন্য কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আবদুল নাজির এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চ। বিচারপতিরা জানান, যে কোনও ধরনের দুর্নীতি বন্ধ হওয়া উচিত। এটাই শেষ সুযোগ এবং অন্তিম সতর্কবার্তা। পরবর্তী শুনানি হবে মার্চের ১৭ তারিখ। তার আগে যদি বকেয়া ৯২ হাজার কোটি টাকা না মেটানো হয়, তাহালে টেলিকম সংস্থাগুলির অধিকর্তাদের সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি টেলকম মন্ত্রকের অফিসারদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, কোন অধিকারে সুপ্রিম কোর্টের রায় অমান্য করে এজিআর (অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ) ফ্রিজিংয়ের নির্দেশিকা জারি করে?


আরও পড়ুন- শপথগ্রহণে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ কেজরীর, বাদ পড়লেন ভিন রাজ্যের 'বন্ধু'রা


উল্লেখ্য, ৩ মাসের মেয়াদ শেষ হওয়ার পর টেলকম মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, সংস্থাগুলির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে না। টেলকম মন্ত্রকের এই ‘নরম সুর’ শুনেও ভোডাফোন আইডিয়া, এয়ারটেল মতো সংস্থারা জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের শেষ নির্দেশ না আসা পর্যন্ত তারা বকেয়া মেটাবে না। রায় অনুযায়ী স্পেকট্রাম, লাইসেন্স বাবদ ১.৪৭ লক্ষ টাকা পাওয়ার কথা। এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার বকেয়া রয়েছে, ৮৮,৬২৪ কোটি টাকা। যদিও রিলায়্যান্স জিও বকেয়া ১৯৫ কোটি টাকা মিটিয়ে দেয়। উল্লেখ্য, ৩ মাসের মধ্যে বকেয়া মেটানোর রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।