Air India crash: অভিশপ্ত উড়ানের শেষ ৫০ সেকেন্ড! কী ঘটেছে... মিলল ড্রিমলাইনারের ব্ল্যাক বক্স...প্রথম ছবি
Air India Crash AI 171 black box recovered: পিছনের অংশে একটি ব্ল্যাক বক্স। সামনের দিকে আরেকটি। মিলেছে শুধু... শেষ ৫০ সেকেন্ডে কী করেন পাইলটরা?

)
Air India Crash AI 171 black box recovered: পিছনের অংশে একটি ব্ল্যাক বক্স। সামনের দিকে আরেকটি। মিলেছে শুধু... শেষ ৫০ সেকেন্ডে কী করেন পাইলটরা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) অভিশপ্ত এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI 171-র ২টি ব্ল্যাক বক্সের (Black Box) মধ্যে একটির খোঁজ মিলেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ধ্বংসাবেশষ থেকেই বোয়িং 787-8 ড্রিমলাইনারের (Boeing Dreamliner) ব্ল্যাক বক্সটি পাওয়া গিয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায়, কী কারণে কেন এয়ার ইন্ডিয়ার বিমানটি দুর্ঘটনার (Air India crash) কবলে পড়ল, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে মনে করা হচ্ছে। জি মিডিয়ার হাতে AI 171-র উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সের এক্সক্লুসিভ ছবি।
AI 171-র উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স
বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ভারতের গুজরাটের আমদাবাদে (Ahmedabad plane crash)। ২৪২ জন যাত্রী নিয়ে আমদাবাদের মেঘানিনগরে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI 171। টেক অফের পরই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় একজন ছাড়া ২৪১ যাত্রী প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে মেডিক্যাল কলেজের হস্টেলেরও ২৪ জনের মৃ্ত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৬৫। জানা গিয়েছে, টেক অফের পর প্রয়োজনীয় গতি (Optimum Speed) তুলতে পারেনি বিমানটি। আর তার জেরেই টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।
সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে টেক অফের পরই AI 171-এর পাইলট এটিসিকে MAYDAY! MAYDAY! MAYDAY! বলে বার্তা পাঠান। ওই বিমানেই দিল্লি থেকে আমদাবদ যাওয়া আরেক যাত্রী জানিয়েছেন, বিমানটিতে প্রথম থেকেই গোলোযোগ লক্ষ্য করেছিলেন। তা নিয়ে একটি ভিডিয়োও করেন তিনি। এখন ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায় দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও বিশদে বিস্তারিতভাবে জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
ব্ল্যাক বক্স কী? (What is Black Box)
উল্লেখ্য, এই ব্ল্যাক বক্স হচ্ছে বিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। নাম ব্ল্যাক হলেও, এটি আসলে উজ্জ্বল কমলা রঙের একটি বাক্স। এখানে সমস্ত ফ্লাইট ডেটা সংরক্ষিত থাকে। সাধারণত বিমানে দুটি ব্ল্যাক বক্স থাকে। এখন তার মধ্যে বিমানের পিছনের অংশে থাকা ব্ল্যাক বক্সটি খুঁজে পাওয়া গিয়েছে। তা থেকে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানটির তথ্য সংগ্রহ করা হবে। কিন্তু বিমানের সামনের অংশে থাকা দ্বিতীয় ব্ল্যাক বক্সটি এখনও পাওয়া যায়নি। তবে ADS-B থেকে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য।
অভিশপ্ত উড়ানের শেষ ৫০ সেকেন্ড!
বিভিন্ন ভিডিয়োয় দেখা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের 'নোজ' উপরের দিকে ছিল। আর নীচের অংশটি নীচের দিকে। এর মানে বোঝায়, ওই বিমানটি উড়ানের জন্য প্রয়োজনীয় গতি তুলতে পারেনি। জানা যাচ্ছে, MAYDAY কল নেওয়ার পর শেষ ৫০ সেকেন্ডে অভিশপ্ত এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনারের পাইলটরা বিমানটিকে টেনে তোলার অনেক চেষ্টা করেন। ADS-B মানে অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভিল্যান্স ব্রডকাস্ট যা রিয়েল টাইমে বিমানকে ট্র্যাক করার জন্য ব্যবহৃত একটি আধুনিক বিমান ট্রাফিক নজরদারি প্রযুক্তি, তার থেকে জানা গিয়েছে এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার প্রায় ৪২৫ ফুট উচ্চতায় উঠেছিল। কিন্তু তারপর প্রতি মিনিটে ৪৭৫ ফুট বেগে নীচের দিকে নেমে আসে।
সর্বোচ্চ বিন্দু থেকে হস্টেলে আছড়ে পড়া পর্যন্ত পুরো ঘটনাটি ৪৫ থেকে ৫০ সেকেন্ডের মধ্যে হয়। মনে করা হচ্ছে, এই সময়ের মধ্যে হয়তো পাইলটরা ইঞ্জিন 'রিলাইট' মানে পুনরায় চালু করার শেষ চেষ্টা করে থাকতে পারেনন। 'থ্রোটল আপ' মানে বাধা এড়ানোর চেষ্টাও করে থাকতে পারেন। কিন্তু শেষমেশ নিয়তি আর এড়াতে পারেননি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
BRN
(20 ov) 209/5
|
VS |
TAN
215/4(19.2 ov)
|
Tanzania beat Bahrain by 6 wickets | ||
Full Scorecard → |
MAW
(20 ov) 109/9
|
VS |
BRN
111/3(14.4 ov)
|
Bahrain beat Malawi by 7 wickets | ||
Full Scorecard → |