Air India Big Update: মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার লন্ডন-নিউইয়র্কগামী ৪ বিমান! আমদাবাদে দুর্ঘটনার পরই... কেন?
Air India Big Update: এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

)
Air India Big Update: এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার উড়ান নিয়ে বড় খবর (Air India Big Update)। বৃহস্পতিবার আমদাবাদে লন্ডনগামী বোয়িং ড্রিমলাইনারের দুর্ঘটনার পরই এদিন লন্ডন, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাগামী এয়ার ইন্ডিয়া উড়ান হয় মাঝপথেই আকাশ থেকে ফিরিয়ে আনা হল অথবা তার রুট ঘুরিয়ে দেওয়া হল। যার পিছনে কারণ হল উদ্ভূত ইজরায়েল-ইরান উত্তেজনা (Israel Iral Tension)। ইরানের নাতাঞ্জের পারমাণবিক ঘাঁটিতে ইজরায়েলের বিমান হামলার (Israel strikes on Iran) পরই পালটা ১০০ ড্রোন দিয়ে জবাবি হামলা চালায় তেহরানও। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল (Israel Iran War)। এই পরিস্থিতিতে অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আকাশপথ। অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এখন পশ্চিমি দেশগুলোর সঙ্গে আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এয়ার ইন্ডিয়ার বিবৃতি
এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ইজরায়েল-ইরান সংঘর্ষ পরিস্থিতিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই বিমানগুলিকে ফিরিয়ে আনা হচ্ছে। মোট ১৬টি আন্তর্জাতিক উড়ানের হয় রট পরিবর্তন করে ঘুরিয়ে দেওয়া হয়। নয়তো ফিরিয়ে আনা হয়। মোট ৪টি বিমানকে ফিরিয়ে আনা হয় 'ডিপার্চার' এয়ারপোর্টেই। আর বাকি ১২টি ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়। একনজরে দেখে নিন পুরো তালিকা-
AI130 – লন্ডন হিথরো-মুম্বই, ভিয়েনা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
AI102 – নিউ ইয়র্ক-দিল্লি, শারজা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
AI116 – নিউ ইয়র্ক-মুম্বই, জেদ্দা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
AI2018 – লন্ডন হিথরো-দিল্লি, মুম্বই দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
AI129 – মুম্বই- লন্ডন হিথরো, ফিরিয়ে আনা হয় মুম্বইয়ে।
AI119 – মুম্বই- নিউ ইয়র্ক, ফিরিয়ে আনা হয় মুম্বইয়ে।
AI103 – দিল্লি- ওয়াশিংটন, দিল্লি ফিরিয়ে আনা হয়।
AI106 – নিউ ইয়র্ক- দিল্লি, দিল্লি ফিরিয়ে আনা হয়।
AI188 – ভ্যাঙ্কুভার- দিল্লি, জেদ্দা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
AI101 – দিল্লি- নিউ ইয়র্ক, মিলান দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
AI126 – চিকাগো- দিল্লি, জেদ্দা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
AI132 – লন্ডন হিথরো-বেঙ্গালুরু, শারজা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
AI2016 – লন্ডন হিথরো- দিল্লি, ভিয়েনা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
AI104 – ওয়াশিংটন- দিল্লি, ভিয়েনা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
AI190 – টরোন্টো-দিল্লি, ফ্রাঙ্কফুর্ট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
AI189 – দিল্লি-টরোন্টো, দিল্লি ফিরিয়ে আনা হয়।
আকস্মিক এই জরুরি রুট পরিবর্তনে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করে এয়ার ইন্ডিয়া। গন্তব্যে পৌঁছতে যাত্রীরা চাইলে ফ্লাইট রিশিডিউল করতে পারে বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সেইসঙ্গে কেউ টিকিট বাতিল করলে রয়েছে রিফান্ডও। উদ্ভূত পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া তার সব যাত্রীকেই ফ্লাইট স্ট্যাটাস চেক করার পরামর্শ দিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
MAW
166/8(20 ov)
|
VS |
GER
|
Full Scorecard → |
TAN
(20 ov) 154/7
|
VS |
BRN
157/4(16.2 ov)
|
Bahrain beat Tanzania by 6 wickets | ||
Full Scorecard → |
BRN
(20 ov) 209/5
|
VS |
TAN
215/4(19.2 ov)
|
Tanzania beat Bahrain by 6 wickets | ||
Full Scorecard → |