ওয়েব ডেস্ক : সদ্য উত্তরপ্রদেশের মাটিতে পদ্ম ফুটেছে। পদ্ধতি যেটাই হোক না কেনও, সপা-কংগ্রেস জোটকে কার্যত হোয়াইট ওয়াশ করে দুই-তৃতীয়াংশের বেশি আসন জিতে সেখানে সরকার গড়েছে BJP। তৈরি করেছে নতুন ইতিহাস। এবার তারই রেশ ধরে 'নমো' রাজ্যে আরও শক্তি বাড়াতে চায় গেরুয়া শিবির। শুধুই জয় নয়, বিরোধীদের এবার শিকড় থেকে উপড়ে ফেলার ডাক দিলেন 'গেরুয়া শিবিরের প্রধান সেনাপতি' অমিত শাহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি বছরের শেষার্ধে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গুজরাতে বসেছিল বিজেপি-র কর্মসমিতির বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব ছাড়াও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।


আরও পড়ুন- টার্গেট উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ


কর্মীদের তিনি বলেন, ''নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় ১৮০টি আসনের বিধানসভায় আমরা ১২০টি আসন জিতেছিলাম। এখন তিনি প্রধানমন্ত্রী। তাই সেই আসন সংখ্যা বাড়িয়ে করতে হবে ১৫০। সেই সঙ্গে মনে রাখতে হবে, রাজ্যে বিরোধীদের শুধু হারালেই হবে না, শিকড় থেকে তুলে ফেলতে হবে।''


তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশে বিপুল জয়ের মাধ্যমে যেভাবে বিজেপি দীর্ঘদিন পর উঠে এসেছে তাতে মানুষের মধ্যে বেড়েছে প্রত্যাশা। এই পরিস্থিতিতে গুজরাত নির্বাচন ২০১৯-এর আগে বিজেপি-র কাছে বড় ধরনের 'প্রেস্টিজ ফাইট' বলেই মনে করা হচ্ছে।