নিজস্ব প্রতিবেদন: দরকার পড়লে শত্রুর মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি ভারতীয় সেনা। কেন্দ্রীয় সরকারকে এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সেনাবাহিনী সূত্রে এমনটাই খবর মিলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সংবাদসংস্থা পিটিআইকে সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, সেনাপ্রধান বলেছেন, 'পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি সেনবাহিনী। দরকারে পাকিস্তানের ভিতরে ঢুকে যুদ্ধ করতে তৈরি তারা।'


পুলওয়ামা হামলার বদলা হিসাবে পাকিস্তানকে শিক্ষা দিতে কী পন্থা নেওয়া যায় তা নিয়ে কেন্দ্রকে পরামর্শ দিতে গিয়ে বিপিন রাওয়াত বলেন, দরকারে বালাকোটের মতো পাকিস্তানের ভূখণ্ডে ফের জঙ্গিঘাঁটি ভাঙতে পাঠানো যেতে পারে যুদ্ধবিমান। 


সূত্রের খবর, উরি হামলার পর থেকে ১১,০০০ কোটি টাকার অস্ত্র কেনার চুক্তি সেরে ফেলেছে ভারত। ইতিমধ্যে তার ৯৫ শতাংশ এসে গিয়েছে বাহিনীর হাতে।