Maharashtra Farmers Death: ডবল ইঞ্জিন সরকার ফেল? বছরের প্রথম ৩ মাসেই মহারাষ্ট্রে আ*ত্ম*ঘা*তী ৭৬৭ কৃষক

aharashtra Farmers Death: রাজ্যের মন্ত্রী মকরন্দ পাটিল রাজ্য় বিধানসভায় ওই রিপোর্ট পেশ করেন। তিনি বলেন মহারাষ্ট্র সরকার কৃষকদের জন্য যতটা পারা যায় তা করছে

Reported By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 5, 2025, 04:30 PM IST
Maharashtra Farmers Death: ডবল ইঞ্জিন সরকার ফেল? বছরের প্রথম ৩ মাসেই মহারাষ্ট্রে আ*ত্ম*ঘা*তী ৭৬৭ কৃষক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই। দেশে অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে সামনের দিকে রয়েছে মহারাষ্ট্র। সেই রাজ্যের বহু পুরনো সমস্যা হল বিদর্ভ অঞ্চল। রাজ্যে সরকার বদলেছে। এসেছে বিজেপি। তার পরেই বিদর্ভের কৃষকদের ভবিতব্য একটুকুও বদল হয়নি। রাজ্য সরকারের এক পরিসংখ্যান বলছে, এবছর জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে সেখানে আত্মহত্যা করেছেন ৭৬৭ জন কৃষক। এদে অধিকাংশ বিদর্ভ অঞ্চলের। সেখানে সুখা জমি কেড়ে নিয়েও ওই বিপুল সংখ্যক কৃষকের প্রাণ।

মহারাষ্ট্র বিধানসভার কংগ্রেস বিধায়করা সরকারের কাছে জানতে চেয়েছিলেন কেন বিদর্ভ অঞ্চলের কৃষকরা আত্মঘাতী হচ্ছেন। সরকার ওই মৃত্যু রুখতে কী ব্য়বস্থা নিচ্ছে? বর্তমানে ওই অঞ্চলের কৃষকদের যে ১ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছিল তা বাড়িয়ে দেওয়া হোক।

রাজ্যের মন্ত্রী মকরন্দ পাটিল রাজ্য় বিধানসভায় ওই রিপোর্ট পেশ করেন। তিনি বলেন মহারাষ্ট্র সরকার কৃষকদের জন্য যতটা পারা যায় তা করছে। যেসব কৃষক আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারকে ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। 

আরও পড়ুন-ধসে পড়ল কয়লাখনি! ভয়ংকর দুর্ঘটনায় আটকে বহু, মৃত...

আরও পড়ুন-ক্ষমতার লোভ না হাসিনাকে ভয়? ইউনূসের বাংলাদেশে নির্বাচনে নতুন রহস্য...

রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৭৬৭ কৃষক আত্মঘাতী হয়েছেন। এদের মধ্য়ে ৩৭৬ কৃষক সরকারি অনুদান পাওয়ার পাওয়ার জন্য যোগ বিবেচিত হয়েছেন। বাকী ২০০ কৃষক সরকারি অনুদান পাওয়ার যে শর্ত তার মধ্যে পড়ছেন না। পশ্চিম বিদর্ভের ইয়াতমাল, অমরাবতী, আকোলা, বুলধানা ও ওয়াসিমে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২৫৭ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ৭৬ কৃষক সরকারি অনুদান পেয়েছেন। ৭৪ জনের আবেদন বাতিল হয়েছে। কংগ্রেসের দাবি, কৃষকদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার।

সরকারের দাবি, ওই অঞ্চলের কৃষকদের ফসল প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে গিয়েছে। কেন্দ্রের কিশান সম্মান যোজনায় ৬০০০ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৬০০০ টাকা দিয়েছে কেন্দ্র। সরকার চেষ্টা করছে ওই অঞ্চলগুলোতে জলের ব্যবস্থা করতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.