নিজস্ব প্রতিবেদন: ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অস্ত্র তুলে দিল রাহুল গান্ধির হাতে, বেকায়দায় ফেলে দিল নরেন্দ্র মোদীকে। 
আইএমএফ-এর সাম্প্রতিক প্রতিবেদন মারফত বাংলাদেশের অর্থনৈতিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে৷ ওই রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশের সম্ভাব্য মাথাপিছু জিডিপি ৪ শতাংশ বেড়ে হতে পারে এক হাজার ৮৮৮ ডলার৷ যেখানে ভারতের সম্ভাব্য মাথাপিছু জিডিপি ১০.৫ শতাংশ কমে হতে পারে এক হাজার ৮৭৭ ডলার৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রথম মাথাপিছু জিডিপি-তে বাংলাদেশ ভারতের থেকে ১১ ডলার এগিয়ে যেতে পারে!


স্বাভাবিক ভাবেই এই রিপোর্ট নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে৷ রাহুল গান্ধি টুইট করে বলেন, পাঁচ বছর আগেও যেখানে ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে ২৫ শতাংশ বেশি ছিল, সেখানে আইএমএফ-এর রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশের চেয়ে পিছিয়ে যেতে পারে৷ সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে মোদী সরকারের ব্যর্থতার এটাই সব চেয়ে বড় উদাহরণ৷


আরও পড়ুন: সরকারের ৪২০০ কোটি টাকায় কুম্ভমেলা কেন! যোগীকে নিশানা কংগ্রেসের, পাল্টা দিল বিজেপি