Bangladesh: বাংলাদেশের আগ্রহকে বুড়ো আঙুল ভারত! মোদী-ইউনূসের বৈঠকের সম্ভাবনা একেবারেই কম...

Bangladesh: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতনে উগ্র ইসলামপন্থীদের বাড়বাড়ন্ত, সন্ত্রাসবাদীদের উত্থান নিয়ে উদ্বেগে রয়েছে সারা বিশ্বই...

Updated By: Mar 22, 2025, 11:09 AM IST
Bangladesh: বাংলাদেশের আগ্রহকে বুড়ো আঙুল ভারত! মোদী-ইউনূসের বৈঠকের সম্ভাবনা একেবারেই কম...

রাজীব চক্রবর্তী: বাংলাদেশ আগ্রহ প্রকাশ করলেও ব্যাংককে 'বিমস্টেক' শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী ও মোহাম্মদ ইউনূসের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা একেবারেই কম তবে, প্রথমাফিক সৌজন্য সাক্ষাৎ হতে পারে। -এমনটাই মনে করছে ভারতের কূটনৈতিক মহল। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

নয়াদিল্লি মনে করছে, বাংলাদেশের তদারকি সরকারের প্রধানের সঙ্গে আলোচনায় বসার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। সেই কারণেই বাংলাদেশের আবেদনে সারা দিচ্ছে না ভারত। আরও স্পষ্ট করে বললে, ভারত চাইছে বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসতে। তদারকি সরকারের সঙ্গে নয়।

আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসতে চলেছে বিমস্টেক সম্মেলন। সেখানে যাতে তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক প্রস্থ বৈঠক করেন, এমন ইচ্ছা প্রকাশ করে ভারতকে কার্যত অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। 

আরও পড়ুন, Supreme Court: 'এটাই তো প্রত্যাশিত', বম্বে হাইকোর্টের 'সাহসিকতা'র প্রশংসা সুপ্রিম কোর্টের!

কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন, উগ্র ইসলামপন্থীদের বাড়বাড়ন্ত, সন্ত্রাসবাদীদের উত্থান নিয়ে উদ্বেগে রয়েছে সারা বিশ্ব। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের তীক্ষ্ণ নজর রয়েছে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কে উপর। 

উল্লেখ্য, বিমস্টেক সম্মেলনের আগেই চীন সফরে যাচ্ছেন মুহাম্মদ ইউনূস ‌ গত কয়েক মাস ধরে চীন সফরে পাঠানো হয়েছে বাংলাদেশের বহু রাজনৈতিক নেতাকে। পাশাপাশি পাকিস্তানের তরফে সরাসরি মদত দেওয়া হচ্ছে বাংলাদেশের উগ্রপন্থীদের। আর্থিক ও অন্যান্য সহযোগিতাও আসছে পাকিস্তান থেকে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন এপ্রিলেই। এতসবের মধ্যে এখনই বাংলাদেশের সঙ্গে আলোচনার টেবিলে বসতে নারাজ ভারত। 

আরও পড়ুন, Meerut Husband Murder Update: ওয়েব সিরিজ দেখে সৌরভের দেহের টুকরো সিমেন্টে মেশায় বউ! পুলিসি তদন্তে হাড়হিম তথ্য...

এরমধ্যে বাংলাদেশের চার মাস ধরে জেলবন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস আমরণ অনশন শুরু করেছেন। বিচারের দাবিতে তার অনশন সারা বিশ্বের নজর কেড়েছে। নতুন করে চিনময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সড়ক হয়েছেন মানবাধিকার প্রেমী বিশ্বের একটা বড় অংশ।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ব্যাংককে মোদী ইউনুস বৈঠকের ব্যাপারে এখনই কোন তথ্য নেই।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.