Beating Retreat ceremony: 'নো হ্যান্ডশেক', খুলবে না গেটও! পাকিস্তানকে 'বয়কট' করেই চালু হচ্ছে বিটিং দ্য রিট্রিট...
BSF Resume Beating Retreat ceremony: ১২ দিনের বিরতি। অপারেশন সিঁদুরের পরে বন্ধ থাকা বিটিং রিট্রিট ফের চালু হচ্ছে। অমৃতসরের আটারি-ওয়াঘা সীমান্ত এবং ফিরোজপুরের হুসেইনিওয়ালা সীমান্তে আবার শুরু হবে বিটিং দ্য রিট্রিট। তবে...

পিয়ালি মিত্র: পহেলগাঁও ঘটনার পর আটারি-ওয়াঘা সীমান্তে (Attari-Wagah border) বন্ধ হয়েছিল বিটিং রিট্রিট। পরিস্থিতি এখন অনেকটাই উন্নতি হয়েছে। মঙ্গলবার থেকে পুনরায় বিটিং রিট্রিট শুরু হতে চলেছে। সন্ধ্যা ৬ টায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আপাতত এদিন সংবাদমাধ্যমকে সীমান্তে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জন্য খোলা থাকছে বুধবার থেকেই।
বিটিং রিট্রিট চালু হলেও পাকিস্তানের সঙ্গে করমর্দন নয়। অর্থাৎ খোলা হবে না গেট। পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর সঙ্গে মুখোমুখি হবেও না বিএসএফ। হাত মেলানো সম্পূর্ণ বন্ধ। বিএসএফ সূত্রের খবর, এমনকি যে যে প্রক্রিয়ায় সীমান্তে এই ধরনের রিট্রিটের আয়োজন করা হয়, সেগুলো শুধু ভারতের সীমান্তের দিকেই করা হবে। পাকিস্তান রেঞ্জারস বাহিনীর সঙ্গে কোনও রকম বিনোদন নয়।
শুধু আটারি - ওয়াঘা সীমান্ত নয়, একইসঙ্গে পাঞ্জাবের ফিরোজপুরের হুসেইনিওয়ালা-সহ পাঞ্জাব ফ্রন্টেয়ার অন্তর্গত সব সীমান্তেও মঙ্গলবার থেকে রিট্রিট শুরু হতে চলেছে। তবে তা রেঞ্জার্সদের সঙ্গে হাত না মিলিয়ে। গেট বন্ধ করেই।
এদিকে, আগামীকাল থেকে কৃষকদের জন্য কাঁটাতারের গেট খুলে দেওয়া হবে। পাঞ্জাব সরকারের মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল সোমবার আজনালা সীমান্ত ফাঁড়ি শাহপুরে পৌঁছে ভারত-পাকিস্তান উত্তেজনার সময় সীমান্তে মোতায়েন থাকা বিএসএফ অফিসার এবং জওয়ানদের সঙ্গে দেখা করেন।
ধালিওয়াল জওয়ানদের মিষ্টি এবং ফলের ঝুড়ি উপহার দিয়ে রাজ্যের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন যে আমরা আমাদের জওয়ানদের জন্য গর্বিত এবং ভবিষ্যতে যখনই তাদের আমাদের প্রয়োজন হবে, পাঞ্জাব সরকার এবং কৃষকরা সর্বদা তাদের পাশে থাকবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)