Techie Alleges Wife Tried To Kill: সহবাসে রোজ ৫০০০, না পোষালে ডিভোর্স চাইলে ৪৫ লাখ... নিজের রেটকার্ড জানিয়েছে বউ! আতঙ্কে কাঁপছেন বেঙ্গালুরুর বেচারা ইঞ্জিনিয়ার...

Bengaluru Incident: শ্রীকান্ত অভিযোগ করেছেন যে তার স্ত্রী এবং তার বাবা-মা টাকার জন্য তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন। এমনকী 'ভিডিয়ো কলের সময় তিনি ল্যাপটপের সামনে নাচতেন'। 

দেবস্মিতা দাস | Updated By: Mar 20, 2025, 03:23 PM IST
Techie Alleges Wife Tried To Kill: সহবাসে রোজ ৫০০০, না পোষালে ডিভোর্স চাইলে ৪৫ লাখ... নিজের রেটকার্ড জানিয়েছে বউ! আতঙ্কে কাঁপছেন বেঙ্গালুরুর বেচারা ইঞ্জিনিয়ার...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্থিক চাহিদা তো আছে সেই সঙ্গে স্ত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন এমনকী গোপনাঙ্গে আঘাত করে মেরে ফেলতে (Techie Alleges Wife Tried To Kill) চাওয়ার মতো ভয়ংকর অভিযোগ এনেছেন স্বামী। পুলিসে অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর (Bengaluru) সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রীকান্ত। বেঙ্গালুরুর সাম্পিগেল্লিতে থাকেন ওই দম্পতি। ২০২২ সালে বিয়ে হয় শ্রীকান্ত-বিন্দু। কিন্তু অভিযোগ তারা কখনও স্বামী-স্ত্রীর মতো থাকেননি। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

অভিযোগ, যখনই স্ত্রী-র ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন শ্রীকান্ত তখনই সুইসাইড নোট লিখে আত্মহত্য়ার হুমকি দেয় বিন্দু। তার আরও দাবি, শ্রীকান্তকে শারীরিক অত্য়াচার করে নিজের পরিবারের জন্য বাড়ি কিনতে ৬০ লক্ষ টাকা দাবি করেছেন স্ত্রী। এখানেই শেষ হয়, সংসারের হাত খরচের জন্য প্রতিদিন ৫০০০ টাকার দাবি তো আছেই। নিজের সৌন্দর্য ও চেহারা ধরতে রাখতে সন্তান ধারনেও নারাজ সে। 

যদি সন্তান নিতেই হয় তাহলে হয় জৈবিক পদ্ধতি নইলে ৬০ বছর বয়সে দত্তক নেওয়ার পরামর্শও ছিল বিন্দুর। তবে যদি এসব থেকে রেহাই পেতে ডিভোর্স চায় তাহলে দিতে হবে ৪৫ লক্ষ টাকা। এরপরই লিখাভাল থানায় যায় শ্রীকান্ত। তবে সেখানে তারা থাকেন সেই থানার আওতায় গিয়ে অভিযোগ লেখার পরামর্শ দেয় পুলিস। এদিকে আত্মপক্ষ সমর্থনে বিন্দুর অভিযোগ, পণের জন্য তাঁকে ও তাঁর পরিবারকে হয়রানি করা হত। 

স্ত্রী-ও স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের পাল্টা অভিযোগ আনেন। তাঁর দাবি, ঠিকমতো খেতেও দেওয়া হত না। এমনকী প্রয়োজনে বেশি ভাত রান্না করলেও গঞ্জনা শুনতে হত শ্রীকান্ত কাছ থেকে। একে অপরের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগের পর আপাতত ঘটনার তদন্তে নেমেছে পুলিস। 

আরও পড়ুন, Meerut Husband Murder Update: 'হোলিতে মেরঠে আসছিস?' বোনকে প্রশ্ন 'ড্রামবন্দি মৃত' দাদার! সৌরভের হোয়াটসঅ্যাপ চ্যাটে হাড়হিম সত্যি ফাঁস...

আরও পড়ুন, Ghaziabad Shocking Incident: যেন 'চাকরি করা ঝি'! ডাক্তার বর চায় টাকা আর... অত্যাচারে নিজেকে শেষ করলেন শিক্ষিকা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.