Rajdhani Express: বড়সড় নাশকতার ছক? রাজধানীকে বেলাইন করার ষড়যন্ত্র! সঙ্গে আরও একটি ট্রেন...
Bid to derail Rajdhani Express: ট্র্যাকের উপর একটি কাঠের টুকরো রেললাইনের আর্থিং তার ব্যবহার করে বেঁধে দেয়। কাঠগোদাম এক্সপ্রেসকেও লাইনচ্যুত করার চেষ্টা করা হয়।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজধানীকে (Rajdhani Express) বেলাইন করার চেষ্টা! চালকের তৎপরতায় অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। দিল্লি থেকে অসমের ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস। সোমবার সন্ধ্যায় সেই রাজধানী এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা (Bid to derail Rajdhani Express) হয় উত্তরপ্রদেশের হরদই জেলায় (Uttar Pradesh Hardoi)। লোকো পাইলটের তৎপরতায় রক্ষা পায় রাজধানী। এরপর আরও একটি ট্রেনকেও বেলাইন করার চেষ্টা হয়। যারপরই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এটা কি বড়সড় কোনও নাশকতার ছক?
পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা দালেলনগর এবং উমরতলি স্টেশনের মাঝামাঝি, পিলার নম্বর ১১২৯/১৪, ট্রেন ট্র্যাকের উপর একটি কাঠের টুকরো রেললাইনের আর্থিং তার ব্যবহার করে বেঁধে দেয়। রাজধানী এক্সপ্রেসের চালক রেললাইনে বাধা দেখতে পেয়ে জরুরি ব্রেক কষেন। রাজধানী এক্সপ্রেসের পর কাঠগোদাম এক্সপ্রেসকেও লাইনচ্যুত করার চেষ্টা করা হয়। এক্ষেত্রেও লোকো পাইলটদের সতর্কতার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
উত্তর প্রদেশের হরদই জেলাতেই ঘটে ঘটনাগুলি। এই ঘটনায় তদন্তে নেমেছে রেলপুলিস, রেলওয়ে সুরক্ষা বাহিনী ও স্থানীয় পুলিস প্রশাসন। উল্লেখ্য, এই মাসের শুরুতেই জৌনপুরে আউঙ্কা গ্রামের বাকশা থানার কাছে রেললাইনের উপর স্টিলের ড্রাম রেখে দেওয়া হয়েছিল। সুলতানপুর হয়ে বারাণসী-লখনউ রুটে সরাই হরখু এবং শ্রীকৃষ্ণ নগর স্টেশনের মধ্যে রেললাইনের উপর স্টিলের ড্রাম পড়ে থাকতে দেখেন আরপিএফ কর্মীরা। সেইসময় ট্রেন লাইনচ্যুত করার চেষ্টায় ষড়যন্ত্রের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস।
আরও পড়ুন, Jyoti Malhotra: পহেলগাঁও হামলার পরই পাক হাইকমিশনে আসে 'কেক'! সেই ব্যক্তির সঙ্গেই 'গুপ্তচর' জ্যোতি...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)