Wife Kills Husband: পরকীয়া থেকে পাপ! 'গুপ্ত' প্রেমিকের সন্ধান পাওয়ায় স্বামীর যৌনাঙ্গ কেটে নিল খুনে বউ...
Bihar Horror: প্রেমিকের সঙ্গে কথা বলতে দেখে ফেলেন। তারপরেই নৃংশস ঘটনার শিকার স্বামী। দোলের দিন স্ত্রী, স্বামীর সঙ্গে রক্ত দিয়ে হোলি খেলল। মিথিলেশ পাসওয়ান তার স্ত্রী প্রিয়াঙ্কাকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রী-র পরকীয়ার সম্পর্ক দেখে ফেলেছিল স্বামী। আর এই অপরাধেই তাঁর সঙ্গে যা ঘটল তাতে শিউড়ে উঠতে হয়। স্বামীর মাথা ইট ও পাথর দিয়ে পিষে রক্তাক্ত করে এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড় কেটে দেয়। এরপরও সন্তুষ্ট হয়নি স্ত্রীর প্রতিশোধ স্পৃহা। তখন স্বামীর গোপনাঙ্গ কেটে খুন করল তাঁকে। ঘটনার কেন্দ্রে আবার সেই বিহার। বৈশালীতে এমনই ঘটনা সামনে এসেছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
অভিযোগ, মিথিলেশ পাসওয়ান তার স্ত্রী প্রিয়াঙ্কাকে তার প্রেমিকের সঙ্গে কথা বলতে দেখে ফেলে। এরপরই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়। স্বামী প্রিয়াঙ্কাকে অন্য কারও সঙ্গে কথোপকথনে আপত্তি জানায়, এমনকী কথা না বলার জন্য সতর্কও করে। পরিবারের সদস্যরা দুজনকেই বুঝিয়ে বিষয়টি শান্ত করেন। কিন্তু প্রেমিকের সঙ্গে কথা না বলার নিদান মেনে নিতে পারেনি স্ত্রী।
তাই প্রেমিকের সঙ্গে কথা বলতে নিষেধ করায় ক্ষুব্ধ স্ত্রী প্রথমে বন্ধ ঘরে স্বামীর মাথায় আক্রমণ করে, যার ফলে সে রক্তাক্ত হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে ফেলে। মিথিলেশকে এতটা ক্ষত-বিক্ষত করেও রাগ মেটেনি প্রিয়াঙ্কার। এরপরেই খুনি স্ত্রী তার স্বামীর গোপনাঙ্গ নির্মমভাবে কেটে ফেলে। ঘরের মধ্যে চিত্কার শুনে পরিবারের লোকজন দরজা ধাক্কাতে থাকে।
কিন্তু দরজা খোলেনি স্ত্রী। পরিবারের সদস্যরা জোর করে দরজা খুলে ঘরের ভেতরে গিয়ে বিছানায় পড়ে থাকা মিথিলেশ পাসোয়ানের রক্তাক্ত মৃতদেহ দেখে অবাক হয়ে যায়। সে সময়ই পালানোর চেষ্টা করে প্রিয়াঙ্কা। পরে স্থানীয় মানুষেক খুনি স্ত্রীকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিসি তদন্ত অব্যাহত রয়েছে। পুলিস এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে ব্যস্ত।
আরও পড়ুন, Monkey Business: একলাখি ফোন ছিনিয়ে একলাফে কার্নিশে উঠল বাঁদর, শেষপর্যন্ত....
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)