Man puts chilli powder and burns wife with iron: গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো... ইস্ত্রির ছ্যাঁকা স্বামীর! স্ত্রী বলছেন,'পিশাচও এমন করবে না যা করেছে আমার সঙ্গে..."

Bihar Man puts chili powder in wife private parts: ১০ বছর ধরে বিবাহিত। দম্পতির ৩ সন্তান রয়েছে। নির্যাতিতা স্ত্রী বলছেন, "আমার সঙ্গে এমন কিছুও ওরা করেছে, যা কোনও পিশাচও করবে না!"

সুদেষ্ণা পাল | Updated By: Jun 17, 2025, 07:45 PM IST
Man puts chilli powder and burns wife with iron: গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো... ইস্ত্রির ছ্যাঁকা স্বামীর! স্ত্রী বলছেন,'পিশাচও এমন করবে না যা করেছে আমার সঙ্গে..."
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যযুগীয় বর্বরতার চূড়ান্ত। ভয়ংকর গার্হস্থ্য হিংসার উদারণ! বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্ত্রী, শুধু এই সন্দেহে স্ত্রীর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলেন স্বামী। এখানেই শেষ নয়, স্ত্রীর উরুও পুড়িয়ে দিলেন গরম ইস্ত্রি দিয়ে! ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে বিহারে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। অত্যাচারিত নির্যাতিত স্ত্রীর আরও অভিযোগ, তাঁকে বিদ্যুতের শক দেওয়ারও চেষ্টা করা হয়। এমনকি তাঁকে একটি ঘরে বন্ধ রাখা হয়েছিল ২ দিন। কোনও খাবার, জল কিচ্ছু খেতে দেওয়া হয়নি তাঁকে।

অভিযুক্ত স্বামীর নাম শত্রুঘ্ন রাই (৪০)। ঘটনাটি ঘটে ১৩ জুন বিহারের মুজাফফরপুর জেলায়। নির্যাতিতা ওই মহিলা জানান, তিনি তীব্র যন্ত্রণায় চিৎকা করলেও, প্রতিবেশীরা ভয়ে কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। ১৫ জুন তাঁর ভাই তাঁর শ্বশুরবাড়িতে আসার পর তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্রথমে তাঁকে পারু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু জখম বেশি হওয়ার কারণে, তাঁকে চিকিৎসকেরা শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে (SKMCH) রেফার করেন।

'শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুনের হুমকি দিয়েছে'

এরপর ১৬ জুন ওই মহিলা তাঁর স্বামী শত্রুঘ্ন রাই (৪০), শাশুড়ি দুঃখী দেবী (৪৫), ভগ্নিপতি সুমেশ রাই (৩০) ও ননদ পুষ্পা দেবীর (২৬) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই মহিলার অভিযোগ, তাঁকে খুন করার হুমকি দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ওই মহিলার স্বামীকে পুলিস গ্রেফতার করলেও, বাকিরা এখনও পলাতক। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

ওই মহিলা আরও জানিয়েছেন, তিনি  ১০ বছর ধরে বিবাহিত। তাঁদের ৩ সন্তান রয়েছে। কিন্তু চলতি বছরের শুরু থেকেই বিশ্বাসঘাতকতার অভিযোগে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর অত্যাচার শুরু করে। গত ৬ মাস ধরে চলছে এই অত্যাচার। তিনি বলেন, "আমার সঙ্গে এমন কিছুও ওরা করেছে, যা কোনও পিশাচও করবে না!"

আরও পড়ুন, Kalna father daughter death: জামা মেলতে গিয়ে মৃত্যু মেয়ের... মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও... এক সকালেই ছারখার সুখের সংসার!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.