India Pakistan War: 'ভগবান, সিঁদুর দিয়ো না মুছে!', বিয়ের তিন দিন পর স্বামী চললেন সীমান্তযুদ্ধে, স্ত্রীর আর্তি...

Operation sindoor: বিয়ে হয়েছে মাত্র তিন দিন। কিন্তু যুদ্ধের জন্য ছুটি বাতিল। যেতে হবে যুদ্ধক্ষেত্রে, কারণ দেশ আগে। নববধূকে ছেড়ে দেশের জন্য ডিউটিতে যোগ দিতে যাচ্ছেন সেনা। আর স্বামী এবং বাকিদের রক্ষার জন্য সিঁদুর পাঠাচ্ছেন আবেগী স্ত্রী।

সৌমিতা খাঁ | Updated By: May 10, 2025, 05:22 PM IST
India Pakistan War: 'ভগবান, সিঁদুর দিয়ো না মুছে!', বিয়ের তিন দিন পর স্বামী চললেন সীমান্তযুদ্ধে, স্ত্রীর আর্তি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২২ এপ্রিল পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) একাধিক মহিলা বিধবা হয়েছেন। অনেকে জানিয়েছিলেন, মাথায় সিঁদুর দেখলেই গুলি চালাচ্ছিল জঙ্গিরা। মাথার সিঁদুর মুছে দেওয়ার জবাব দেয় ভারতের অপারেশন সিঁদুর। 

Add Zee News as a Preferred Source

আবার সেই সিঁদুর দেশবাসীর আবেগকে ধাক্কা দিল। এক সেনার কাছে ব্যক্তিগত জীবনের চেয়েত তার দেশের কর্তব্য সবসময়ই বেশি গুরুত্বপূর্ণ। জলগাঁওয়ের পাচোরা তালুকের পুনগাঁওয়ের সেনাবাহিনীর একজন সেনা মনোজ জ্ঞানেশ্বর পাতিল ৫ মে বিয়ে করেন।

আরও পড়ুন:India Pakistan War: খতরনাক দুসমন মুদস্সর! পাকিস্তানে ঢুকে ভারত মেরেছে জঙ্গি স্কুলের হেডমাস্টারকে...

মঙ্গলবার ভারত পাকিস্তানের ঘাত প্রত্যাঘাতের জেরে যুদ্ধকালীন পরিস্থিতি তিনি তত্‍ক্ষণাত্‍ কাজে জয়েন করার নির্দেশ পান। আর সেই মতই তিনি বিয়ের তিন দিন পর ৮ মে দেশের উদ্দেশে রওনা দেন।

নবদম্পতি, তাদের পরিবার এবং এলাকাবাসীদের সঙ্গে পাচোরা রেলওয়ে স্টেশনে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন। নববধূ ইয়ামিনী পাটিল বিদায় জানাতে গিয়ে বলেন যে তিনি দেশ রক্ষার জন্য তার সিঁদুর পাঠাচ্ছেন। 

পাচোরা তালুকের পুনগাঁওয়ের  মনোজ জ্ঞানেশ্বর পাটিল ভারতীয় সেনাবাহিনীর একজন সেনা। ৫ মে সোমবার পাচোরা তালুকের কালামসারা গ্রামের ইয়ামিনীর সঙ্গে তাঁর বিয়ে হয়। ৯ মে শুক্রবার তাঁদের বাড়িতে বিয়ের পর সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির জেরে মনোজকে ডিউটিতে যেতে হয়। স্বামীকে স্টেশনে ছাড়তে এসে ইয়ামিনী জানিয়েছেন, দেশের চেয়ে বড় আর কিছুই নেই। আমি তাদের সঙ্গে আছি এবং আমি তাদের রক্ষার জন্য আমার সিঁথির সিঁদুর পাঠাচ্ছি। 

আরও পড়ুন:India Pakistan War: চিনের পর এবার পাকিস্তানের মুখ পোড়াল বন্ধু তুর্কিয়ে! ভারতের সামনে টিকল না একটাও ড্রোন...

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.