India Pakistan War: 'ভগবান, সিঁদুর দিয়ো না মুছে!', বিয়ের তিন দিন পর স্বামী চললেন সীমান্তযুদ্ধে, স্ত্রীর আর্তি...
Operation sindoor: বিয়ে হয়েছে মাত্র তিন দিন। কিন্তু যুদ্ধের জন্য ছুটি বাতিল। যেতে হবে যুদ্ধক্ষেত্রে, কারণ দেশ আগে। নববধূকে ছেড়ে দেশের জন্য ডিউটিতে যোগ দিতে যাচ্ছেন সেনা। আর স্বামী এবং বাকিদের রক্ষার জন্য সিঁদুর পাঠাচ্ছেন আবেগী স্ত্রী।
সৌমিতা খাঁ
|
Updated By: May 10, 2025, 05:22 PM IST