নিজস্ব প্রতিবেদন: লোকসভার পরীক্ষায় পাস হওয়ার পর আজ রাজ্যসভার চ্যালেঞ্জের মুখে নাগরিকত্ব সংশোধনী বিল। আলোচনা চলবে আলোচনা ৬ ঘণ্টা। বিলে ২০টি
সংশোধনী আনছে তৃণমূল। রাজ্যসভায় বিজেপি সংখ্যালঘু। আর তাই কোমর বাঁধছে বিরোধী শিবির। লোকসভায় বিলের পক্ষে ভোট দিলেও রাজ্যসভায় বিপক্ষে ভোট দেওয়ার কথা ঘোষণা করেছে শিবসেনা। মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি-র সঙ্গে জোটের পর তাদের বাধ্যবাধকতা থাকা স্বাভাবিকই। দলীয় সাংসদদের উপস্থিত থাকতে হুইপ জারি করেছে কংগ্রেস-বিজেপি-তৃণমূল। তবে ভোটাভুটির আগে প্রায় সব দলকেই উদ্বাস্তু হিন্দু ভোটের হিসাব কষতে হচ্ছে। ফলে, রাজ্যসভায় বিল পাসে আশাবাদী সরকার।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোদী সরকারের প্রথম ইনিংসে রাজ্যসভার গেরোয় বারবার আটকে গেছে নানা বিল। দ্বিতীয় ইনিংসে ছবিটা কিন্তু অনেকটাই আলাদা। আর সেটাই ভরসা দিচ্ছে কেন্দ্রের শাসক দলকে।  কারণ, সংসদের উচ্চকক্ষে ম্যাজিক ফিগার থেকে মাত্র ছ-ধাপ পিছিয়ে এনডিএ। ইউপিএ ও অন্য বিরোধীরা বিলের সমালোচনা করলেও উদ্বাস্তু হিন্দু ভোটব্যাঙ্ক হাতছাড়া হওয়ার ভয়ে যদি ভোটাভুটিতে অংশ না নেয়, তাহলে সরকারের বিল পাসে সুবিধা হবে। 


লোকসভায় সরকারের কোনও সমস্যা নেই। তবে, রাজ্যসভায় ইউপিএ, এনডিএ এবং দুই জোটেরই বাইরে থাকা একাধিক দল ভোটাভুটির সময় কী অবস্থান নেয় তার ওপরই নির্ভর
করছে, নাগরিকত্ব সংশোধনী বিলের ভাগ্য। 



রাজ্যসভার সংখ্যাতত্ত্ব


তৃণমূল বিলে বিরোধিতা করবে। লোকসভার পর রাজ্যসভাতেও বিলের বিরুদ্ধেই তাদের ভোট দেওয়ার কথা।


সপা-বসপা বিলের বিপক্ষে। তারা রাজ্যসভায় ভোটও দেবে বিলের বিরুদ্ধে।


মোদী সরকারের পাশে দাঁড়িয়ে এডিএমকে নাগরিকত্ব বিলের পক্ষেই ভোট দেবে। 


এনআরসি এবং সিএবির বিরোধিতায় বিলের বিপক্ষে ভোট দেবে বামেরা।  


বিলের পক্ষে এনডিএ-র বাইরে থেকে বিজেডির সমর্থন পেতে চলেছে সরকার।


এনআরসির বিরোধিতা করলেও নাগরিকত্ব বিলের পক্ষেই ভোট দিচ্ছে জেডিইউ। 


টিআরএস বিলে বিপক্ষে। লোকসভার পর রাজ্যসভাতেও বিলের বিরুদ্ধেই তাদের ভোট দেওয়ার কথা।


লোকসভায় বিলের পক্ষে ভোট দিলেও রাজ্যসভায় বিলের বিপক্ষে ভোট দেওয়ার কথা বলছে শিবসেনা। 


বিলের বিপক্ষে আপের সমর্থন পেতে চলেছে বিরোধী শিবির।


বিলের পক্ষে এনডিএ-র বাইরে থেকে ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পেতে চলেছে সরকার।


অ্যাডভান্টেজ বিজেপি


রাজ্যসভায় নানা দলের সংখ্যার অঙ্ক কষলে এখন দেখা যাচ্ছে বিল পাসে এগিয়েই রয়েছে  শাসক শিবির। বিজেডি ও ওয়াইএসআর কংগ্রেসকে নিয়ে নাগরিকত্ব বিলের পক্ষে ১২৩ জন সাংসদের সমর্থন জোগাড় করে ফেলছে বিজেপি, যা ম্যাজিক ফিগারের চেয়ে বেশি।


বিলের বিপক্ষে কংগ্রেস, তৃণমূল, সপা-বসপা, বাম, ডিএমকে, আরজেডি, টিআরএস, এনসিপি, শিবসেনা, আপ-সহ অন্যান্য দল মিলিয়ে সংখ্যা দাঁড়াচ্ছে ১০৭।



সবমিলিয়ে বিল পাসে গেরুয়া শিবিরেরই অ্যাডভান্টেজ বলে মনে করছে রাজনৈতিক মহল।


আরও পড়ুুন- ষোলো আনা বাঙালিয়ানা, ধুতি-পঞ্জাবিতে অভিজিত্, শাড়িতে স্ত্রী নিলেন নোবেল