ওয়েব ডেস্ক: সবাই সহমত হলে ফের ব্যালটে ভোটগ্রহণ চালু করা যেতেই পারে। বিরোধী দলগুলির ইভিএম-এ কারসাজির লাগাতার অভিযোগের মধ্যে এমনটাই জানালেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবারই নির্বাচন কমিশনের কাছে ইভিএম-এর পরিবর্তে ফের ব্যালট চালুর আবেদন জানায় কংগ্রেস। এর পরই এ নিয়ে মুখ খোলেন রাম মাধব। 


আরও পড়ুন - রাশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে চলছে নিয়মরক্ষার ভোটগ্রহণ


তিনি বলেন, কংগ্রেস এখন ব্যালট ফেরানোর কথা বলছে। কিন্তু এই কংগ্রেসই ব্যালট তুলে ইভিএম চালু করেছিল। তবে সেই সিদ্ধান্ত হয়েছিল সর্বসম্মতিক্রমে। এখন যদি আবার সমস্ত রাজনৈতিক দল ব্যালট ফেরানোর পক্ষে সওয়াল করে আলোচনা করে তা বিবেচনা করা যেতে পারে। 



গতকালই প্লেনারি অধিবেশনে ইভিএম-এর বদলে ব্যালট ব্যবহারের প্রস্তাব গ্রহণ করেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, বিশ্বের প্রতিষ্ঠিত গণতন্ত্রগুলি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছ্বতার স্বার্থে ব্যালটে ফিরেছে, তাই ভারতেরও সেই পথে হাঁটা উচিত।