Carbon Monoxide Inside: 'সাবধান, ভিতরে কার্বন মনোক্সাইড,' মর্মান্তিক যন্ত্রণায় ভিতরে যুবক...

Mumbai Youth Suicide Inhaling Carbon Monoxide Gas:  পুলিস দেখে, বেডরুমের দরজায় সাঁটা আরও একটি সতর্কবাণী, 'সাবধান। ভিতরে কার্বন মনোক্সাইড। আলো জ্বালিও না।' ভিতরে নেবুলাইজেশনের ইনহেলেশন মাস্ক লাগিয়ে ওই যুবক...

সুদেষ্ণা পাল | Updated By: Mar 21, 2025, 01:06 PM IST
Carbon Monoxide Inside: 'সাবধান, ভিতরে কার্বন মনোক্সাইড,' মর্মান্তিক যন্ত্রণায় ভিতরে যুবক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'সাবধান। ভিতরে কার্বন মনোক্সাইড।' বাংলোর বন্ধ দরজায় সাঁটা সতর্কবাণী। আর বন্ধ বাংলোর ভিতরে সেই বিষাক্ত কার্বন মনোক্সাইড 'ইনহেল' করেই আত্মঘাতী ২৭ বছরের এক ঝকঝকে তরুণ! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইয়ের ভাসাইতে। কিন্তু এভাবে কেন আত্মঘাতী হয় ওই তরুণ? সেই কারণ আরও মর্মান্তিক! প্রেমজনিত বা আর্থিক সমস্যার কারণে আত্মঘাতী নয় ওই তরুণ। ওই তরুণ আত্মঘাতী রোগের জ্বালায়!

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

শরীরে বাসা বেঁধেছে একাধিক রোগ। যে রোগ সারার কোনও লক্ষ্মণ নেই। দীর্ঘদিন ধরে রোগে ভুগতে ভুগতে কাহিল সে! একাধিক শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে, হতাশা থেকেই চরম সিদ্ধান্ত যুবকের। যে শরীরের কারণে এত কষ্ট, যন্ত্রণা, সেই শরীর-ই না রাখার চরম সিদ্ধান্ত নেন ওই যুবক। ভাসাইতে নিজের বন্ধ বাংলোর ভিতরে একটি গ্যাস  সিলিন্ডার থেকে কার্বন মনোক্সাইড 'ইনহেল' করে আত্মঘাতী হন ওই যুবক।

পরিবারের কাছ থেকে নিখোঁজ অভিযোগ পেয়ে, মোবাইল লোকেশন ট্র্যাক করে বন্ধ বাংলোর ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিস। কাঠের গুঁড়ি দিয়ে আটকানো ছিল বাংলোর দরজা। বাংলোর দরজাতেই পুলিসের চোখে পড়ে প্রথম সাবধানবাণী। এরপর রীতিমতো দমকল নিয়ে এসে দরজা ভাঙে পুলিস। দরজা ভাঙতেই পুলিস দেখে, ঘরের মধ্যে একাধিক গ্যাস সিলিন্ডার সার দিয়ে সাজানো।

শুধু তাই নয় এরপর বেডরুমের দরজায় সাঁটা আরও একটি সতর্কবাণী, 'সাবধান। ভিতরে কার্বন মনোক্সাইড। আলো জ্বালিও না।' এরপর সেই দরজা ভাঙতেই পুলিস দেখতে পায়, গ্যাস সিলিন্ডারের সঙ্গে যুক্ত নেবুলাইজেশনের ইনহেলেশন মাস্ক লাগানো অবস্থায় পড়ে ওই যুবকের নিথর দেহ। আর ঘরের দেওয়ালে সাঁটা সুইসাইড নোট। এমনকি, ঘরের জানলাগুলোও সব কাঠ দিয়ে পুরোপুরি বন্ধ করা। যা কিনা ২দিন আগেই মিস্ত্রি ডেকে করায় ওই যুবক!

আরও পড়ুন, Pet German Shepherd Killed: ছেলের পোষ্য জার্মান শেফার্ড কামড়ে, ছিঁড়ে, খুবলে খেল বৃদ্ধা মাকে! নির্বাক দর্শক বউ-নাতি...

আরও পড়ুন, Meerut murder case: 'ড্রামের মধ্যে বাবা আছে!' সৌরভের ৬ বছরের মেয়ের কথাতেই মা মুসকানের প্রেমলীলা-হত্যালীলার পর্দাফাঁস... 

Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.