Raids in Advertising Companies: দামে কারসাজি! দিল্লি ও মুম্বইয়ে একাধিক বিজ্ঞাপনী সংস্থায় তল্লাশি CCI-র...
Raids in Advertising Companies: নজরে গ্রুপএম, ডেন্টসু, ইন্টারপাবলিকের মতো দেশের প্রথমসারি মিডিয়া বিজ্ঞাপন সংস্থা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: নজরে গ্রুপএম, ডেন্টসু, ইন্টারপাবলিকের মতো দেশের প্রথমসারি মিডিয়া বিজ্ঞাপন সংস্থা। বিত্রাপনের দামে বেনিয়মের অভিযোগে এবার দিল্লি ও মুম্বইয়ে তল্লাশি চালাল ব্যবসা নিয়ন্ত্রক সংস্থা The Competition Commission of India (CCI)। সূত্রের খবর তেমনই।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
দেশের মিডিয়া ও বিজ্ঞাপন জগতে যখন বড়সড় পরিবর্তন আসছে, তখন বিজ্ঞাপনের দাম কারচুপির অভিযোগ পদক্ষেপ করল CCI। শেষ খবর অনুযায়ী, একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। অভিযুক্তদের তালিকায় দেশের প্রথমসারি কয়েকটি এজেন্সি ও ব্রডকাস্টিং কোম্পানি। স্রেফ নথি বাজেয়াপ্ত করা নয়, তদন্তের স্বার্থে আধিকারিকদের বয়ানও রেকর্ড করা হতে পারে বলে খবর।
এদিকে শেয়ার মার্কেটে নিফটি মিডিয়া ইনডেক্স(Nifty Media index) উর্ধ্বমুখী। এই সূচকেই ধরা পড়ে, দেশে শীর্ষস্থানীয় বেশ কয়েকটি মিডিয়া হাউসের পারফরম্যান্স। গোটা দেশজুড়েই নিফটি মিডিয়া ইনডেক্স বেড়েছে ৩.৬ শতাংশ হারে। দিনের শুরুতে ইনডেক্স ১ লক্ষ ৩১ হাজার পয়েন্টে পৌঁছে গিয়েছিল। বাজার বন্ধের যা ছিল ৭৫ হাজার ৩০১ পয়েন্টে। আর নিফটি? এক ধাক্কায় বেড়ে হয়ে যায় ২২ হাজার ৮৩৪ পয়েন্ট।
আরও পড়ুন: Dogs Head Found In Momo Factory Fridge: নামী মোমো কারখানার ফ্রিজে জমানো কুকুরের কাটা মাথা! তবে কি...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)