জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটে কংগ্রেস ভালো ফল করার পর এবার হরিয়ানা বিধানসভা ভোটেও ভালো ফল করতে চলছে কংগ্রেস ও বিরোধীরা। হরিয়ানা বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার গড়তে চলেছে কংগ্রেস। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে কিছুটা ভালো করলেও সেখানে ফল হতে পারে ত্রিশঙ্কু অবস্থা। ফলে হরিয়ানায় দশ বছরের রাজপাট পাল্টাতে চলেছে এবার। এমনটাই বলছে একাধিক একজিট পোল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'ধর্ষকদের সোজা গুলি করে মেরে দেওয়া উচিত'!


হরিয়ানায় মোট আসন ৯০। ম্যাজিক ফিগার ৪৬। বিভিন্ন এগজিট পোল বলছে কংগ্রেস পেতে পারে ৫৫টি বা তার কাছাকাছি আসন। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে মোট আসন ৯০। সেখানে কংগ্রেস ও ন্যাশনাল কম্ফারেন্স জোট পেতে পারে ৪৩টি আসন।


ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা, হরিয়ানা


কংগ্রেস-৫০-৫৮
বিজেপি-২০-২৮
জেজেপি-০-২
অন্যান্য-১০-১৪


ভাষ্কর রিপোর্টাস পোল, হরিয়ানা


কংগ্রেস-৪৪-৫৪
বিজেপি-১৯-২৯
আইএনএলডি-১-৫
জেজেপি-০-১
অন্যান্য-৪-১০


রিপাবলিক-মাট্রিজ, হরিয়ানা


কংগ্রেস-৫৫-৬২
বিজেপি-১৮-২৪
আইএনএলডি-৩-৬
জেজিপি-০-৩
অন্যান্য-২-৫



জম্মু ও কাশ্মীরে কংগ্রেস-ন্যাশনাল কন্ফারেন্স জোট ম্যাজিক ফিগার পেয়ে যেতে পারে, আবার কাছাকাছি চলে যেতে পারে। এমনটাই বলা হচ্ছে বিভিন্ন সমীক্ষায়।


নিউজ ১৮ ইন্ডিয়া, জম্মু ও কাশ্মীর


কংগ্রেস-এনসি-৪০ আসন
বিজেপি-২৬
পিডিপি-৭
অন্যান্য-১৭


রিপাবলিক টিভি, জম্মু ও কাশ্মীর


এনসি-২৮-৩০
বিজেপি-২৮-৩০
পিডিপি-৫-৭
কংগ্রেস-৩-৬


ইন্ডিয়া টুডে-সি ভোটার, জম্মু ও কাশ্মীর


কংগ্রেস-এনসি-৪০-৪৮ আসন
বিজেপি-২৭-৩২
পিডিপি-৬-১২


সিএনএন-নিউজ ১৮, জম্মু ও কাশ্মীর


কংগ্রেস-এনসি-৪১ আসন
বিজেপি-২৭
পিডিপি-৭
অন্যান্য-১৫



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)