নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের বিধায়ক রতনলাল নাথ। তাঁর সঙ্গেই শাসক দলের কয়েকজন নেতাও নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা আগরতলা পুরসভার কাউন্সিলর হিমানি দেববর্মাও যোগ দিয়েছেন বিজেপিতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার রতনলাল নাথের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। তাঁর কথায়, ''আগামিদিনে ২০ তম রাজ্য হিসেবে ত্রিপুরা বিজেপির শাসনে আসতে চলেছে।'' প্রসঙ্গত, গুজরাট, হিমাচল জয়ের পর বর্তমানে ১৯টি রাজ্যে ক্ষমতায় বিজেপি। ত্রিপুরার বিজেপি মুখপাত্র দাবি করেছেন, পশ্চিম ত্রিপুরায় সিপিএম ছেড়ে ৩৫০ পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন। 


পরের বছর ত্রিপুরায় বিধানসভার নির্বাচন। সে রাজ্যে ইদানীংকালে গেরুয়া শিবিরের শক্তি বেড়েছে। কয়েক মাস আগেই ত্রিপুরায় বিজেপিতে যোগদান করেছিলেন তৃণমূলের ৬ বিধায়ক। ত্রিপুরায় আরএসএস-ও তাদের সংগঠন মজবুত করেছে বলে খবর। রাজনৈতিক মহলের মতে, ত্রিপুরায় প্রতিদিনই কংগ্রেস ভাঙছে। তৃণমূলও সেখানে আর নেই। ফলে লড়াইটা এখন বিজেপি বনাম সিপিএম।ফলে ভোট কাটাকাটির সম্ভাবনা কমছে। যা শাসক দলের পক্ষে শুভ সংকেত নয়।


আরও পড়ুন- কোনও রং টিকবে না, সবুজে সবুজ করে দেব, ফের উস্কানিমূলক মন্তব্য ওয়াইসির


শনিবার ত্রিপুরায় দলের পর্যবেক্ষক করা হল হিমন্ত বিশ্বশর্মাকে। এই হিমন্ত বিশ্বশর্মার কৌশলেই অসমে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। কংগ্রেস থেকে তাঁকে ভাঙিয়ে এনেছিলেন অমিত শাহ।