নিজস্ব প্রতিবেদন: ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় শুরু হয়ে যাবে রাম মন্দির তৈরির কাজ। ফের একবার এমনটা দাবি করলেন এক বিজেপি নেতা। এবার এমন কথা শোনা গেল বিজেপির প্রাক্তন সাংসদ তথা রাম জন্মভূমি ন্যাসের সভাপতি রামবিলাস বেদান্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদসংস্থা সূত্রের খবর রবিবার ইলাহাবাদে বেদান্তি বলেন, 'অযোধ্যায় রাম মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই শুরু হয়ে যাবে মন্দির তৈরির কাজ।'


গত কয়েক মাসে বিজেপির একের পর এক নেতা ২০১৯ লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির বানানো হবে বলে দাবি করেছেন। সেই তালিকায় রয়েছে বিজেপি সভাপতি অমিত শাহ ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামও। যোগী আদিত্যনাথ প্রকাশ্যেই এমন মন্তব্য করলেও অমিত শাহ তেলেঙ্গানায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে এমনটা বলেছিলেন বলে শোনা যায়। যদিও সেকথা প্রকাশ্যে কখনও স্বীকার করেননি অমিত শাহ। 


শ্লীলতাহানির অভিযোগ, চিকিত্সককে জুতো পেটা করলেন নার্সেরা


রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করেই বিজেপির রাজনৈতিক উত্থান। ২০১৪ লোকসভা নির্বাচনের আগেও রাম মন্দির ইস্যুকে সামনে এনেছিল বিজেপি। মোদী ক্ষমতায় এলে রাম মন্দির তৈরি হবে বলে আশায় ছিলেন সমর্থকরা। ৫ বছর কাটতে চললেও এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন রাম মন্দির ইস্যু।