Chennai Airport: মাঝ আকাশে ককপিটের উইন্ডশিল্ডে চিড়! চেন্নাইয়ে ফের বিপদের মুখে যাত্রীবাহী বিমান...

IndiGo Flight from Madurai to Chennai Lands Safely After Windshield Crack Incident: মাঝ আকাশে ককপিটের উইন্ডশিল্ডে চিড় ধরার পরেও, মাদুরাই থেকে আসা ইন্ডিগো বিমানের পাইলট দ্রুত তৎপরতায় চেন্নাই বিমানবন্দরে ৭৪ জন যাত্রীকে নিয়ে সফলভাবে জরুরি অবতরণ করান। রাত ১১:১২ মিনিটে বিমানটি নিরাপদে নামার ফলে বড় দুর্ঘটনা এড়ানো যায় এবং পাইলটের দক্ষতার প্রশংসা করে যাত্রীরা, পরে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয় বিমান চলাচল অধিদপ্তর।

রজত মণ্ডল | Updated By: Oct 11, 2025, 07:07 PM IST
Chennai Airport: মাঝ আকাশে ককপিটের উইন্ডশিল্ডে চিড়! চেন্নাইয়ে ফের বিপদের মুখে যাত্রীবাহী বিমান...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চেন্নাই বিমানবন্দরে দুর্ঘটনা হতে হতে রক্ষা। শুক্রবার রাত্রে মাদুরাই থেকে চেন্নাই গামী এই ইন্ডিগো বিমান ৭৪ যাত্রীদের নিয়ে আসার পথে পাইলট ককপিটে লক্ষ্য় করে সামনের উইন্ডসিল্ডে চিড়। পাইলট দেরি না করে দ্রুতার সঙ্গে বিমানটি ল্যান্ডের প্রস্তুতি নেয়। ভাগ্যক্রমে বিমানটি এবং বিমানে থাকা যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষ্যা পায়,ফলে অবতরণ করানো শম্ভব হয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Taliban Minister’s 'Male-Only’ Press Meet: দিল্লিতে আফগান মন্ত্রীর প্রেস কনফারেন্স থেকে বাদ মহিলা সাংবাদিকরা, তীব্র বিতর্কের মুখে সাফাই সরকারের...

এই ঘটনার সময় পাইলট 'চেন্নাই অ্যার ট্রাফিক ক্রানট্রোলকে' সতর্ক করে দেয়,ফলে দুর্ঘটনার হাত থেকে বাচার জন্য চেন্নাইয়ের বিমানবন্দরে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল।

এই বিমান রাত্রি ১১:৩০ নাগাদ চেন্নাই বিমানবন্দরে পৌছানোর কথা ছিল, কিন্তু বিমানে দুর্ঘটনার জন্য বিমান নিজের নিধারিত সময়ের ১৮ মিনিট আগে বিমানবন্দরে পৌছে যায় অর্থাৎ ১১:১২ নাগাদ।

তবে, এই ঘটনায় কোন যাত্রীরা আহত হয়নি এবং সকল যাত্রীরা পাইলট এবং ক্রিউকে তাঁদের এই দক্ষতার জন্য প্রশংসা জানিয়েছে।

আরোও পড়ুন: LPG Price Slashed Fact Check: দিওয়ালিতে দুর্দান্ত চমক! প্রধানমন্ত্রীর উপহার, LPG সিলিন্ডারের দাম ২০০ টাকা কমছে? জেনে নিন...

ঘটনার পর,'বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের' এই ঘটনার নিখুঁত তদন্ত করার করা নিদেশ জারি করে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.