ওয়েব ডেস্ক: আজ অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ভারদা। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ুর মধ্যবর্তী অংশ দিয়ে মূল ভূখণ্ডে ঢুকবে ঘূর্ণিঝড়। রাত থেকেই দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।


আরও পড়ুন- আজ থেকে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে কার্ডে


যে এলাকার ওপর দিয়ে ঘূর্ণিঝড়ের মূল অক্ষটি যাবে সেখানে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড় এবং অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর এলং কাঞ্চিপূরম জেলায় ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়বে। উপকূলবর্তী ভিল্লুপুরম তালুকেও প্রভাব দেখা যাবে। অন্ধ্রপ্রদেশের চিত্তুর, কাডাপা জেলায় ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়বে। ভারী বৃষ্টি হবে নেলোর, অনন্তপুরম ও প্রকাশম জেলায়। পুদুচেরিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


আরও পড়ুন- কপ্টার দুর্নীতিতে এবার সিবিআই-এর ডাক পেতে পারেন মনমোহন সিং