Ahmedabad Plane Crash: ধ্বংসস্তূপে চাপা আরও ২৯ দেহ! আমদাবাদে অভিশপ্ত উড়ানের বলি বেড়ে ২৭৪...

Air India Plane Crash: আমদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৭৪। আরও মৃতদেহ রয়েছে কিনা আশেপাশের এলাকায় খতিয়ে দেখছে NDRF।

সৌমিতা খাঁ | Updated By: Jun 14, 2025, 11:17 AM IST
Ahmedabad Plane Crash: ধ্বংসস্তূপে চাপা আরও ২৯ দেহ! আমদাবাদে অভিশপ্ত উড়ানের বলি বেড়ে ২৭৪...

রাজীব চক্রবর্তী: আমদাবাদের মেঘানিনগর এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৭৪। শুক্রবার দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল খুঁজে পেয়েছে বিমান এআই-১৭১-এর ব্ল্যাক বক্স এবং আরও ২৯টি দেহ। ভারতের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় বিমানের বিপর্যয় এটি।

ঘটনার দিন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ভেঙে পড়ে আমদাবাদের বিজে মেডিক্যাল কলেজের ক্যাম্পাস সংলগ্ন এলাকায়। প্রথমে অনুমান করা হয়েছিল বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও কর্মীই নিহত হয়েছেন। কিন্তু মৃতের সংখ্যা সেই হিসেব ছাড়িয়ে যাওয়ায় কলেজ ক্যাম্পাসে থাকা ডাক্তার, তাঁদের পরিবার, মেডিক্যাল ছাত্র এবং আশপাশের বাসিন্দারাও প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন:Israel-Iran War: ইসরায়েলে পালটা জোরাল প্রত্যাঘাত ইরানের! তেল আভিভ-জেরুজালেমে মুহুর্মুহু মিসাইল-বিস্ফোরণ...

ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায় তদন্তে গতি আসবে বলে মনে করছেন বিমান চলাচল দফতরের আধিকারিকরা। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

ঘটনাস্থলে আবার গিয়েছে এনডিআরএফ দল। আরও মৃতদেহ রয়েছে কিনা আশেপাশের এলাকায় খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। বৈঠকে উপস্থিত ডিজিসিএ এবং মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা।

অন্যদিকে, ভয়াবহ এই বিমান দুর্ঘটনায়, বি জে মেডিক্যাল কলেজের চারজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে। ১.জয়প্রকাশ চৌধুরী - ২০২৩ ব্যাচ এম বি বি এস। ২.মানব ভাদু - ২০২৪ ব্যাচ এমবিবিএস। ৩.আরিয়ান রাজপুত - ২০২৪ ব্যাচ এমবিবিএস। ৪.রাকেশ দিহোরা - ২০২৩ ব্যাচ এমবিবিএস।

আরও পড়ুন:Bengal Weather Update: বাংলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুত্‍-সহ প্রবল বৃষ্টি! সঙ্গে বইবে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ভাসবে একাধিক জেলা...

২০ জন দুর্ঘটনায় জখম হয়, যার মধ্যে ১১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও একজন রেসিডেন্ট ডাক্তারের স্ত্রী দুর্ঘটনায় জখম হয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিজে মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে বিমান দুর্ঘটনায় বহু ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে, এই ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ করা হয়েছে।

দুর্ঘটনার কারণ এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয়েছিল কিনা কোথাও ত্রুটি ছিল খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছবেন আর কিছুক্ষণ পরেই। এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক তদন্তের প্রয়োজনীয় কিছু সরঞ্জাম নিয়ে আসেন এই বৈঠকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.