একাত্তরের ভুল ফের করলে দেশকে টুকরো হওয়া থেকে বাঁচাতে পারবে না পাকিস্তান: রাজনাথ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া প্রসঙ্গে রাজনাথ বলেন, জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা ছিল এক ধরনের ক্যান্সারের মতো

Updated By: Sep 22, 2019, 06:18 PM IST
একাত্তরের ভুল ফের করলে দেশকে টুকরো হওয়া থেকে বাঁচাতে পারবে না পাকিস্তান: রাজনাথ

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের লড়াইয়ের জিগিয়ের কড়া জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ইমরান খানকে তাঁর সাফ হুঁশিয়ারি, ১৯৬৫ ও ১৯৭১ সালের ভুল আর করার চেষ্টা করবেন না, তাহলে পাকিস্তানকে টুকরো হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।

আরও পড়ুন-আরও ৩৬ রাফাল ফাইটার জেট কিনছে ভারত, চুক্তি হতে পারে ২০২০ সালেই

রবিবার পাটনায় বিজেপির ‘জন জাগরণ সভা’-য় বক্তব্য রাখছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই তিনি পাকিস্তানের নাম না করে বলেন, ‘প্রতিবেশী দেশ ফের যদি একাত্তরের ভুল করে তাহলে দুনিয়ার কোনও দেশই তাকে ফের ভাঙার হাত থেকে রক্ষা করতে পারবে না। ওদের মনে রাখা উচিত বালোচ ও পস্তুনদের ওপরে কী ধরনের অত্যাচার চলছে।’

বিজেপি সমর্থকদের উদ্দেশ্য রাজনাথ এদিন আরও বলেন, ‘সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের মানুষের উদ্দেশ্য বলেন, ভারত-পাক সীমানার দিকে যাবেন না। খুবই ভালো পরামর্শ। কারণ একবার সীমান্তে এলে তারা আর ফিরে যেতে পারবে না।’

আরও পড়ুন-আপনি সাক্ষাৎ ভগবানের রূপ, হাউস্টনে মোদীকে দেখে আবেগতাড়িত কাশ্মীরি পণ্ডিতরা

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রশংসা করেন দলের নেতারা। এই প্রসঙ্গে রাজনাথ বলেন, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা এক ধরনের ক্যান্সারের মতো। এতদিন ধরে এর মারাত্মক ফল ভুগছিল রাজ্যের মানুষ।

.