Delhi University: 'গবেষণার অঙ্গ', ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপে দিলেন খোদ প্রিন্সিপালই!

Delhi University: 'দেওয়ালে গোবর লেপে দেওয়ায় তাপমাত্রা কমে আসবে। তাতে পঠনপাঠন ভাল হবে', দাবি দিল্লির লক্ষ্মীবাই কলেজের প্রিন্সিপালের।

Updated By: Apr 14, 2025, 11:47 PM IST
Delhi University: 'গবেষণার অঙ্গ', ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপে দিলেন খোদ প্রিন্সিপালই!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'গবেষণার অঙ্গ'। কলেজে এক কর্মীকে সঙ্গে নিয়ে  ক্লাসরুমের দেওয়ালে গোবরের লেপে দিচ্ছেন খোদ প্রিন্সিপালই! ভাইরাল ভিডিয়ো। সরগরম নেটদুনিয়া।

ঘটনাটি ঠিক কী? দিল্লির বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ। নাম, লক্ষ্মীবাই কলেজ। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, কলেজের কয়েকটি ক্লাসরুমে দেওয়া গোরব লেপে দিচ্ছেন প্রিন্সিপাল প্রত্যুষ ভাটসালা। কলেজের এক কর্মীকে সঙ্গে এই কাজে হাত লাগিয়েছেন তিনি। দেওয়ালে গোবর লেপার ভিডিয়ো নাকি অধ্যক্ষই কলেজের শিক্ষকদের গ্রুপে শেয়ার করেছেন! সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি এখন ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যেমন নিন্দার ঝড় উঠেছে, তেমনি অনেকে আবার প্রিন্সিপালকে এই কাজকে সমর্থনও করেছেন।

সমালোচনার পাল্টা জবাবও দিয়েছেন প্রিন্সিপাল। তিনি বলেছেন, 'গবেষণা চলছে। এক সপ্তাহ পর বিস্তারিত তথ্য জানাতে পারব। বিভাগীয় অধ্যাপকরা এই গবেষণা চালাচ্ছেন। আমি নিজেই ক্লাসরুমে দেওয়া গোবর লেপেছি। কিছু না জেনেবুঝেই সমালোচনা শুরু করে দিল'। প্রিন্সিপাল জানিয়েছেন, 'ক্লাস রুম ঠান্ডা রাখতে গোবরের প্রলেপ দেওয়া হয়েছে। এটা একটা গবেষণা প্রকল্পের অংশ। প্রাচীন ভারতীয় পদ্ধতি অনুসরণ করে কীভাবে দিল্লির মতো জায়গায় অসহ্য গরম থেকে রেহাই মিলতে পারে, সেটাই গবেষণার বিষয়। গোবর হল এই কাজে অত্যন্ত উপযোগী বস্তু'। দাবি, 'দেওয়ালে গোবর লেপে দেওয়ায় তাপমাত্রা কমে আসবে। তাতে পঠনপাঠন ভাল হবে'।

আরও পড়ুন:  Puri Temple: বড়সড় কোনও অঘটন কি আসন্ন? পুরী মন্দিরের পবিত্র পতাকা 'ছিঁড়ে' নিয়ে উড়ে যাচ্ছে ঈগল! ভিডিয়ো ভাইরাল...

আরও পড়ুন:  Waqf Protest | Supreme Court: মুর্শিদাবাদে অশান্তিতে এবার মামলা সুপ্রিম কোর্টে!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.