পঞ্চম দফায় সারা দেশে সবচেয়ে বেশি ভোট পড়ল পশ্চিমবঙ্গে

পঞ্চম দফার ভোটে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ল পশ্চিমবঙ্গে। কমিশন জানিয়েছে সন্ধে ৭টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭৮.৮৯%। রাজ্যের ৪ টি আসন সহ গোটা দেশের ১২টি রাজ্যের ১২১টি আসনে ভোটগ্রহণ হয়েছে আজ।

Updated By: Apr 17, 2014, 09:41 PM IST

পঞ্চম দফার ভোটে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ল পশ্চিমবঙ্গে। কমিশন জানিয়েছে সন্ধে ৭টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭৮.৮৯%। রাজ্যের ৪ টি আসন সহ গোটা দেশের ১২টি রাজ্যের ১২১টি আসনে ভোটগ্রহণ হয়েছে আজ।

উত্তরপ্রদেশের ১১ টি, বিহারের ৭ টি, ঝাড়খণ্ডের ৬ টি, ছত্তিসগড়ের ৩ টি, ওড়িশার ১১ টি, মধ্যপ্রদেশে ১০ টি, কর্ণাটকের ২৮ টি, রাজস্থানের ২০ টি, মহারাষ্ট্রের ১৯ টি এবং জম্মু-কাশ্মীর ও মণিপুরের একটি করে আসনে ভোটগ্রহণ মিটেছে নির্বিঘ্নেই।

সন্ধে ৭ টা পর্যন্ত উত্তরপ্রদেশে ৬২.৫২%, ছত্তিসগড়ে ৬৩.৪৪%, মধ্যপ্রদেশে ৫৪.৪১%, ওড়িশায় ৭০%, কর্ণাটকে ৬৮%, রাজস্থানে ৫৩.২৫%, বিহারে ৫৬%, ঝাড়খণ্ডে ৫২%, মণিপুরে ৭৪%, মহারাষ্ট্রে ৫৪.৬৭%, জম্মু ও কাশ্মীরে ৬৯.০৮% ভোট পড়েছে।

দু-একটি বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে। মাওবাদী প্রভাবিত ঝাড়খণ্ডের বোকারোয় ল্যান্ডমাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। ভোট দিতে দেওয়া হয়নি ইরম শর্মিলা চানুকে।

.