জি জয়পুর সাহিত্যমেলায় প্রকাশিত হল ডঃ সুভাষ চন্দ্রের আত্মজীবনী 'দ্য জেড ফ্যাক্টর'
ওয়েব ডেস্ক: আজ জি জয়পুর সাহিত্যমেলায় প্রকাশিত হল ডঃ সুভাষ চন্দ্রের আত্মজীবনী 'দ্য জেড ফ্যাক্টর'। এই অনুষ্ঠানের মঞ্চে তিনি তাঁর আত্মকথায় জানান, "ভ্রষ্টাচার না করেই ব্যবসা সম্ভব"। তিনি আরও বলেছেন, 'আইএসএল-কে দেখেই অনুপ্রাণিত হয়েছে আপিএল।' কাল প্রধানমন্ত্রীর বাসভবনে প্রকাশিত হয় এসেল গ্রুপের চেয়ারম্যান ডঃ সুভাষ চন্দ্রর আত্মজীবনী বই। দ্য জেড ফ্যক্টর এর রহস্য কী, আত্মকথায় ডঃ সুভাষ চন্দ্র জানান, ছোটবেলা থেকে জীবনযাত্রা ছিল সাধারণ, কিন্তু লক্ষ্য স্থির।
Updated By: Jan 21, 2016, 07:45 PM IST


LIVE